TRENDS
Advertisement

KIA-র নতুন SUV বন্ধ করবে Toyota, Maruti এর দোকান! 7 আসনের এই গাড়ির ফিচারস অতুলনীয়

7 আসনের এই গাড়িতে রয়েছে দারুণ শক্তিশালী ইঞ্জিন এবং অত্যাধুনিক ফিচারস, দাম দেখে নিন

Published By: Ritwik | Published On:

KIA Motors তাদের লেটেস্ট Carens SUV টি বাজারে লঞ্চ করেছে। 7আসনের এই গাড়িটি খুব কম সময়েই জনপ্রিয় হয়ে ওঠেছে। 8 সিটার সেগমেন্টে Ertiga এবং XL 6 এর বিক্রী কমিয়ে দিয়েছে KIA Carens। ফিচারস এবং ইঞ্জিনের শক্তি দেখলে চমকে উঠতে হবে আপনাকে। Innova এর অর্ধেক দামেই দারুণ SUV লঞ্চ করায় শীঘ্রই বড়সড় পরিবর্তন আসতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক গাড়িটি কেমন ফিচারসের সাথে আসে। KIA-র নতুন SUV বন্ধ করবে Toyota, Maruti এর দোকান! 7 আসনের এই গাড়ির ফিচারস অতুলনীয়

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিন : KIA Carens X-Line গাড়িটি মোট দুই ধরেনের ইঞ্জিন অপশনে উপলব্ধ। এগুলো হলো পেট্রোল 7DCT এবং ডিজেল 6AT। প্রতিটি ভার্সনে তিন প্রকার ইঞ্জিন রয়েছে। এগুলো হলো 6-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স সমেত 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন যা মোট 114 hp শক্তি এবং 144 Nm টর্ক উৎপন্ন করে।

6-স্পীড iMT এবং 7-স্পীড DCT গিয়ারবক্সের সাথে 1.5-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন রয়েছে মোট 158 bhp শক্তি এবং 253 Nm টর্ক উৎপন্ন করে। এবং তৃতীয়টি হলো 6-স্পীড iMT এবং 6-স্পীড অটোমেটিক গিয়ারবক্সের সাথে 1.5-লিটার ডিজেল ইঞ্জিন। সেটি মোট 115 bhp শক্তি সমেত 250 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। KIA-র নতুন SUV বন্ধ করবে Toyota, Maruti এর দোকান! 7 আসনের এই গাড়ির ফিচারস অতুলনীয়

প্রতিটি 6-সিটার কনফিগারেশনে পাওয়া যায়। চাহিদা মতো 8 আসনের SUV তে পরিণত করা যায় গাড়িটিকে। আপনি 10.25-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে রয়েছে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ক্রুজ কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং সিঙ্গেল-পেন সানরুফ দেখতে পাবেন।

KIA-র নতুন SUV বন্ধ করবে Toyota, Maruti এর দোকান! 7 আসনের এই গাড়ির ফিচারস অতুলনীয়

গাড়িটির দ্বিতীয় সারির সিটে রয়েছে ইলেক্ট্রিক ওয়ান-টাচ ফোল্ডিং সিস্টেম। 7-সিটার ভেরিয়েন্টের বুট স্পেস রয়েছে 216 লিটার। Kia Carens 15 ইঞ্চির বড় টায়ারের সাথে আসে এবং গাড়িটির সর্বোচ্চ গতি রয়েছে 174 kmph।

About Author