Read In
Whatsapp
Car News

কম দামেই পাবেন BMW-র ফিল! স্টাইলিশ লুক ও সেফটি ফিচার্সে Maruti-কে ১০ গোল দেবে KIA Seltos

ধীরে ধীরে ভারতের বাজারে প্রতিযোগিতা বাড়ছে। আর সেজন্য কোম্পানিগুলো একাধিক ফিচার সমৃদ্ধ গাড়ি লঞ্চ করছে ভারতের বাজারে। একগুচ্ছ কোম্পানি ভারতের বাজার দখল করার লড়াইয়ে নামার ফলে গ্রাহকরা আরো বেশী ফিচার যুক্ত গাড়ি পেয়ে যাচ্ছে, তাও আবার কমদামেই। 9-10 লাখ বাজেটেই দারুণ গাড়ি উপলব্ধ রয়েছে বাজারে।

সম্প্রতি Kia Motors ভারতে Seltos SUV টির নতুন ভার্সন লঞ্চ করেছে। এই SUV টি কম দামেই দারুণ ফিচারস নিয়ে এসেছে। Kia Motors সেলটোস বিক্রি করছে কিন্তু নতুন মডেলে নতুন বিভিন্ন আপডেট যোগ করা হয়েছে। বাজারে নতুন সেলটোসের দাম রয়েছে 10.89 (Ex-Showroom) লক্ষ টাকা থেকে 19.99 লক্ষ টাকা (Ex-Showroom)।

যে দামে KIA Seltos পাওয়া যাচ্ছে সেই দামে গাড়িটি Maruti Suzuki Vitara এর সাথে লড়াইয়ে নেমেছে। আপনাদের জানিয়ে দিই যে, Maruti Suzuki Vitara এর দাম শুরু হচ্ছে 10.45 লক্ষ টাকা (Ex-Showroom) থেকে 19.49 লক্ষ টাকা (Ex-Showroom)। অর্থাৎ একেবারে একইদামে মিলছে গাড়িদুটি। তাই বলা চলে যে, দ্বন্দ্বযুদ্ধে নেমেছে দুটি সংস্থা।

এখানে উল্লেখ্য যে, সেলটোসের নতুন মডেলে অনেক ফিচার যোগ হয়েছে। আর একসাথে 18টি ভেরিয়েন্ট এবং তিনটি ইঞ্জিন বিকল্প গাড়িগুলো বিক্রি করছে KIA Motors। সেখানে রয়েছে রিডিজাইনড ফ্রন্ট গ্রিল, বাম্পার, হেডলাইট এবং টেল লাইট ইউনিট। গাড়িতে শক্তি যোগাচ্ছে 1.5-লিটার পেট্রোল এবং 1.5-লিটার টার্বো ডিজেল ইঞ্জিন। যদিও বেস ভ্যারিয়েন্টে আপনি LED লাইটের জায়গায় পাবেন হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প।

গাড়িতে রয়েছে 4.2-ইঞ্চি র TFT ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার, গিয়ার শিফট ইন্ডিকেটর, পাওয়ার উইন্ডোজ, সিট অ্যাডজাস্টেবলের মতো ফিচারস। গাড়িতে নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেখানে 6টি এয়ারব্যাগ সহ ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল,ABS,, রিয়ার পার্কিং সেন্সর, স্পিড সেন্সিং ডোর লক এবং 3 পয়েন্ট সিট বেল্টের মতো সুরক্ষা ফিচারস।

Back to top button