Read In
Whatsapp
Car News

Kia লঞ্চ করল নতুন Sonet, এবার সস্তায় পাবেন বাম্পার ফিচারস

KIA অবশেষে তাদের বহুল অপেক্ষিত Sonet গাড়িটি লঞ্চ করেছে। গত 12 ডিসেম্বর বাজারে আসে নতুন Sonet। নতুন মডেলে যুক্ত হয়েছে নানান নতুন এবং উন্নত বৈশিষ্ট্য। স্মার্ট ফিচারস সহ ডিজাইন গ্রাহকদের মুগ্ধ করবে। ইতিমধ্যে গাড়িটির বুকিং শুরু করে দিয়েছে KIA।

20 ডিসেম্বর মাত্র একদিনের জন্য বুকিং শুরু হয়। এরপর সেটি আবারও চালু করে কিয়া। অনলাইনে কিংবা নিকটবর্তী শোরুমে গিয়ে 25 হাজার টাকার টোকেন মানি দিয়ে গাড়িটি বুক করতে পারবেন আপনি। এখানে উল্লেখ্য যে, ভারতের বাজারে KIA এর সফল গাড়িগুলোর মধ্যে একটি Sonet। বিগত বহু সময়ে দারুণ বিক্রি হয়েছে সেটির।

Kia Sonet ফেসলিফ্ট বেশ কিছু উন্নত বৈশিষ্ট্য অফার করে যা ড্রাইভিং অভিজ্ঞতা বাড়ায় এবং যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করে। বহু ফিচারসের মধ্যে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল Advanced Driver Assistance System (ADAS), যা শুধুমাত্র গাড়ির ভিতরের যাত্রীদের নিরাপত্তাই নিশ্চিত করে না, সাথে বাইরে পথচারীদেরও সুরক্ষা দেয়।

অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে AC, হিটার, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং সামঞ্জস্যযোগ্য আসন। এখনো অবধি গাড়িটির অফিসিয়াল দাম ঘোষণা হয়নি। তবে বাজারে অন্যান্য মডেলের সাথে প্রতিযোগিতামূলক দামে আসবে বলে আশা করা যাচ্ছে। Kia Sonet ফেসলিফ্টের বেস মডেলের এক্স শোরুম দাম থাকতে পারে 8 লক্ষ টাকা এবং টপ মডেলের এক্স-শোরুম দাম থাকবে 11 লক্ষ টাকার আশেপাশে।

ভারতীয় বাজারে, Sonet ফেসলিফ্ট কে লড়তে হবে হুন্ডাই ক্রেটা, মারুতি সুজুকি ব্রেজা এবং নিসান ম্যাগনাইটের মতো জনপ্রিয় মডেলগুলির সাথে। Hyundai এবং Nissan উভয়ই আগামী বছর তাদের নিজ নিজ গাড়ির ফেসলিফ্ট মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে। এমতাবস্থায় আগেভাগে লঞ্চ করে কিছুটা এগিয়ে গেল KIA Motors।

Back to top button