TRENDS
Advertisement

কিয়ার নতুন বৈদ্যুতিক EV আসছে দারুণ ফিচারস সহ, স্মার্টফোনের আগেই হবে ফুল চার্জ! মাইলেজ 483 কিমি

Kia EV9 ইলেকট্রিক SUV তে থাকছে 99.8 kWh এর একটি ব্যাটারি প্যাক দাম এবং ফিছারস দেখে নিন

Published By: Ritwik | Published On:

ধীরে ধীরে বিখ্যাত হয়ে ওঠছে বৈদ্যুতিক গাড়ি গুলো। এরমধ্যে আবার Electric SUV এর চাহিদা অনেকটাই বেশি। আর গ্রাহকের চাহিদা বুঝে সমস্ত কোম্পানিই তাদের বৈদ্যুতিক নিয়ে এসেছে বাজারে। আসন্ন সময়ে Maruti Suzuki থেকে Hyundai, Tata, Mahindra। কিন্তু দক্ষিণ কোরিয়ান কোম্পানি Kia Motors এমন একটি গাড়ি লঞ্চ করেছে যা সারাবিশ্বেই হেডলাইন তৈরি করেছে। চলুন গাড়িটির সম্পর্কে দেখা নেওয়া যাক। কিয়ার নতুন বৈদ্যুতিক EV আসছে দারুণ ফিচারস সহ, স্মার্টফোনের আগেই হবে ফুল চার্জ! মাইলেজ 483 কিমি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ভারতীয় গাড়ির বাজারে ইলেকট্রিক গাড়ির প্রচুর চাহিদা রয়েছে। আর টাই নিত্যদিন কোন না কোন কোম্পানি তাদের গাড়ি নিয়ে হাজির হচ্ছে।কিন্তু দক্ষিণ কোরিয়ানজায়ান্ট Kia Motors তাদের নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে এসেছে বাজারে। একবার চার্জে গাড়িটি মোট 483 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। অবাক করার বিষয় এই যে, মাত্র সাত মিনিটেই গাড়িটি 80 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। অর্থাৎ আমাদের হাতে থাকা স্মার্টফোনের থেকেও দ্রুত গতিতে চার্জ হয়ে যায় গাড়িটি।

কিয়ার নতুন বৈদ্যুতিক EV আসছে দারুণ ফিচারস সহ, স্মার্টফোনের আগেই হবে ফুল চার্জ! মাইলেজ 483 কিমি

কথা হচ্ছে Kia EV9 নিয়ে।নতুন প্রজন্মের গাড়িতে সমস্ত উন্নত ফিচার দিয়েছে KIA। যদিও গাড়িটি নিয়ে বিস্তারিত কিছুই পরকাশ করেনি কোম্পানি কিন্তু মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে গাড়িতে 77.4 kwh এর লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে যা গাড়িটিকে উচ্চ মাইলেজ দেয়।অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে 80 লক্ষ টাকা এক্স-শোরুম দামে বিক্রি হচ্ছে KIA EV9। এই দাম অবশ্য অনুমান করা হচ্ছে কারণ কোম্পানির তরফে এখনো এই নিয়ে তেমন কিছু জানানো হয়নি।

কিয়ার নতুন বৈদ্যুতিক EV আসছে দারুণ ফিচারস সহ, স্মার্টফোনের আগেই হবে ফুল চার্জ! মাইলেজ 483 কিমি

আগামী 2025 সালের মধ্যে লঞ্চ হবে নতুন Kia EV9। এছাড়া গাড়ির নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন এয়ারব্যাগ এবং ADAS রয়েছে। গাড়িটি 4 হুইল ড্রাইভের সাথে আসে। বড় অ্যালয় হুইল এবং টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ Kia EV9 হাই ক্লাস এলিট ইলেকট্রিক SUV গাড়ি। টপ স্পেক ভেরিয়েন্টে 99.8 kWh এর ব্যাটারি প্যাক থাকতে পারে। বাজারে এই গাড়িটি Jeep Grand Cherokee, BMW X3, Jaguar F-Pace এবং Mercedes-Benz EQB-এর মতো বিলাসবহুল গাড়ির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

About Author