TRENDS
Advertisement

ভারতীয় সেনার কাছে আছে এই এই বিশেষ গাড়ি, যা দেখেই রাতের ঘুম উড়ে যায় শত্রুদের

আমরা যখন পরিবার নিয়ে নিশ্চিন্ত সময় কাটাই, ঐ একই সময়ে আমাদের রক্ষা করতে সীমান্তবর্তী এলাকায় বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে কিছু মানুষ। যে কয়টা রাত আমরা নিশ্চিন্তে ঘুমাতে যাই তার পেছনে…

Published By: Ritwik | Published On:

আমরা যখন পরিবার নিয়ে নিশ্চিন্ত সময় কাটাই, ঐ একই সময়ে আমাদের রক্ষা করতে সীমান্তবর্তী এলাকায় বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে কিছু মানুষ। যে কয়টা রাত আমরা নিশ্চিন্তে ঘুমাতে যাই তার পেছনে এই মানুষগুলির অবদান অনস্বীকার্য। দেশের নিরাপত্তার পুরো দায়িত্ব রয়েছে তাঁদের কাঁধেই। দিবারাত্র ভারতীয় সেনারা (Indian Army) নিজেদের কাজ করে চলেছেন নিঃশব্দে। এই রিয়েল হিরোদের কাছে এমন কিছু গাড়ি আছে যা দেখলে তাজ্জব বনে যাবেন আপনিও।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নিসান জঙ্গা (Nissan Janga) : নিসান জঙ্গা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সেনা যান। ১৯৬৯ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পরিষেবা দিয়েছে এই গাড়িটি। বর্তমানে এটি অবসর নিলেও এর চর্চা প্রচুর।

মারুতি জিপসি (Maruti Gypsy) : মারুতি সুজুকির অল হুইল ড্রাইভ জিপসি প্রথমে সাধারণ মানুষের জন্য লঞ্চ করা হয়। তবে পরবর্তী সময়ে তা সেনাবাহিনীর জন্য ব্যবহার করা হয়। ১৫ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীকে সার্ভিস দিয়েছে এই গাড়ি।

মহিন্দ্রা এ এল এস ভি (Mahindra ALSV) : এটি একটি লাইটওয়েট সাঁজোয়া গাড়ি। এর পে লোড ক্ষমতা ১০০০ কেজি এবং এর ওজন ২০০০ কেজি।

কল্যানী এমফোর (Kalyani M4) : সদ্যই ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছে কল্যানী এমফোর। সাধারণত লাদাখ এ চীন সীমান্তে এই গাড়ি ব্যবহার করা হয়।

মাহিন্দ্রা এমপিভি ওয়ান (Mahindra MPV-1) : ছয় চাকার এই গাড়িটি মূলত সেনাবাহিনীর জন্যই তৈরি করা হয়েছিল। এটি মাহিন্দ্রার তৈরি মাইন প্রোটেক্টেড ভেহিকেল-I অফ রোড যান।

মাহিন্দ্রা মার্কসম্যান (Mahindra Marksman) : এটিও একটি লাইটওয়েট সাঁজোয়া যান। এটিতে ৬ জনের বসার ক্যাপাসিটি থাকে। গোলাবারুদ এবং গ্রেনেড রাখারও সুবিধা রয়েছে এতে।

TATA Safari GS800 : ২০১৭ সাল থেকে টাটার এই গাড়িটি ভারতীয় সেনাবাহিনীতে এসেছে। সিনিয়র অফিসার এবং সেনাবাহিনীর পরিবহনের জন্য এই গাড়ি ব্যবহার করা হয়‌।

About Author