TRENDS
Advertisement

মাত্র ১ লাখ দিয়ে বাড়ি নিয়ে আনুন Hyundai Venue, ৮ ইঞ্চির টাচস্ক্রিন সহ পাবেন জম্পেশ ফিচার্স

বাজারে নতুন Venue গাড়িটি নিয়ে এসেছে Hyundai Motors। আর এই দুর্দান্ত ফিচারস প্যাকড গাড়িটি আপনার হতে পারে, তাও মাত্র ১ লক্ষ টাকায়। কিভাবে? চলুন জানাচ্ছি।

Published By: Ritwik | Published On:

ভারতের গাড়ির বাজারে শক্তিশালী প্রতিপক্ষ Hyundai Motors। সাউথ কোরিয়ান এই সংস্থাটি বহুবছর ভারতের বাজারে উপস্থিত রয়েছে। কমপ্যাক্ট গাড়ি হোক কি SUV, সমস্ত ক্ষেত্রেই উল্লেখযোগ্য উপস্থিতি রেখেছে তারা। বাজারে নতুন Venue গাড়িটি নিয়ে এসেছে Hyundai Motors। আর এই দুর্দান্ত ফিচারস প্যাকড গাড়িটি আপনার হতে পারে, তাও মাত্র ১ লক্ষ টাকায়। কিভাবে? চলুন জানাচ্ছি। মাত্র ১ লাখ দিয়ে বাড়ি নিয়ে আনুন Hyundai Venue, ৮ ইঞ্চির টাচস্ক্রিন সহ পাবেন জম্পেশ ফিচার্স

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Hyundai তাদের Venue গাড়িটি নিয়ে এসেছে টাটা নেক্সন, মারুতি সুজুকি ব্রেজা এবং কিয়া সনেটের মতো গাড়ির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামার জন্যই। ফিচারের দিক থেকে এটি কোনো ক্ষেত্রেই ক্রেটার থেকে কম নয়। অথচ গাড়িটির দাম কম। মোট 5 টি ট্রিম যথা, E, S, S+/S(O), SX, এবং SX(O) তে পাওয়া যায় Venue। আর ভেরিয়েন্ট অনুযায়ী গাড়িটির দাম রয়েছে 7.68 লক্ষ টাকা থেকে 13.11 লক্ষ টাকার এক্স শোরুম দামের মধ্যে।মাত্র ১ লাখ দিয়ে বাড়ি নিয়ে আনুন Hyundai Venue, ৮ ইঞ্চির টাচস্ক্রিন সহ পাবেন জম্পেশ ফিচার্স

হুন্ডাই ভেন্যুতে একটি 8-ইঞ্চির টাচস্ক্রিন, এয়ার পিউরিফায়ার, 4-ওয়ে ড্রাইভার সিট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে ইত্যাদির সাথে একটি ইলেক্ট্রিক সানরুফ রয়েছে। কার টেক, অটো এসি, পুশ বাটন স্টার্ট/স্টপ, ওয়্যারলেস ফোন চার্জিং ইত্যাদির মতো ফিচারসও রয়েছে সেখানে। 7টি রংয়ে উপলব্ধ গাড়িটি।

মাত্র ১ লাখ দিয়ে বাড়ি নিয়ে আনুন Hyundai Venue, ৮ ইঞ্চির টাচস্ক্রিন সহ পাবেন জম্পেশ ফিচার্সকিন্তু কীভাবে মাত্র 1 লক্ষ টাকায় কিনবেন গাড়িটি : গাড়িটির বেস ভ্যারিয়েন্টের জন্য আপনাকে 8.66লক্ষ টাকা খরচ করতে হবে। আপনি এজন্য গাড়ির জন্য ঋণ নিতে পারবেন। 1 থেকে 7 বছরের বিভিন্ন ঋণ উপলব্ধ রয়েছে বাজারে। বেস ভ্যারিয়েন্ট কিনতে চাইলে আপনাকে প্রথমেই 1 লক্ষ টাকার ডাউন পেমেন্ট করতে হবে। এরপর বাকি টাকা 5 বছরের জন্য ঋণ নিলে আপনাকে 10% সুদ দিতে হবে। সেক্ষেত্রে প্রতি মাসে EMI গুণতে হবে 16,275 টাকা। উল্লেখ্য, এরজন্য আপনাকে অতিরিক্ত 2.1 লক্ষ টাকা দিতে হবে।

About Author