দ্রুত গতিতে জনপ্রিয় হচ্ছে বৈদ্যুতিক গাড়িগুলো। এক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কমপ্যাক্ট গাড়ির বাজারে। ভারতে EV বিপ্লব শুরু করে Tata motors। এন্ট্রি সেগমেন্টে তারা Tiago লঞ্চ করে। শীঘ্রই বাজার আসবে পাঞ্চ এর বৈদ্যুতিক ভার্সন। এসবের মধ্যে আবার Hyundai কে দেখা গিয়েছে বৈদ্যুতিক গাড়ির পরীক্ষণ চালাতে।
Punch এর বৈদ্যুতিক ভার্সনকে টক্কর দিতে বাজারে আসছে Exter এর বৈদ্যুতিক ভার্সন। একদম একই আকারের এবং ফিচার প্যাকড গাড়ি লঞ্চ করছে টাটা। যদিও গাড়িটির নাম Exter নাও হতে পারে। গত 2021 এ Exter আকারের ক্যাসপার ইভি লঞ্চ করে দক্ষিণ কোরিয়াতে। সেই গাড়িরই বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করতে পারে Hyundai।
ইভিটি ইউরোপে পরীক্ষামূলকভাবে দেখা গেছে। উল্লেখ্য, ক্যাসপার শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই বিক্রি হয়। তবে গাড়িটির ইভি সংস্করণ ইউরোপেও চালু হবে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইউরোপীয় বাজারের জন্য বড় হুইলবেস নিয়ে লঞ্চ হবে সেটি। ভারতে Casper EV লঞ্চ না হলেও ওই একই আকারে বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি।
ভারতে যে বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হবে সেটি ‘K1 প্ল্যাটফর্ম’-এর ওপর ভিত্তি করে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, K1 প্ল্যাটফর্মের ওপরেই তৈরি হয়েছে Grand i10 Nios এবং Exter। তাই এক্ষেত্রে আসন্ন Punch EV কে টক্কর দিতে Hyundai তাদের Exter এর বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করতে পারে। তবে এজন্য এখনো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।