বর্তমানে টেকনোলজি ভালোবাসেননা এরকম মানুষের অভাব নেই। আর বর্তমানে তাই সমস্ত কিছুই স্মার্ট হয়ে ওঠছে। স্মার্টফোন থেকে স্মার্টওয়াচ, স্মার্টলাইট, স্পিকার মায় স্মার্টগাড়িও চলে এসেছে। এবার আপনারা ভাবতেই পারেন যে, স্মার্টগাড়ি আবার কিরকম। আসলে স্মার্টফিচারস যুক্ত গাড়ির কথা বলা হচ্ছে এখানে। আজ আমরা Hyundai i20 এবং Toyota Glanza, এই দুটি গাড়ির কথা বলবো আপনাদের।
দুটি গাড়িই নানাবিধ স্মার্টফিচারসের সাথে আসে। মডার্ন ফিচারপ্যাকড গাড়িদুটির মধ্যে আপনি তাহলে কোনটি নেবেন দেখে নিন।
টেক-স্যাভি এবং গ্যাজেট প্রেমীদের জন্য গাড়ি কেবল পরিবহনের মাধ্যম নয় বরং তাদের ডিজিটাল লাইফের সাথে যুক্ত গ্যাজেট রূপে পরিণত হয়েছে। সেখানে অত্যাধুনিক প্রযুক্তির নতুন ক্রুজ কন্ট্রোল সহ অত্যাধুনিক অডিও সিস্টেম সবই মজুদ রয়েছে। দুটি গাড়িতেই অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে-এর মতো স্মার্টফোন সাপোর্ট, লেন-কিপিং অ্যাসিস্ট এবং 360-ডিগ্রি ক্যামেরার মতো উন্নত ড্রাইভার সহায়তা ব্যবস্থা বর্তমান।
চালকের সুবিধার জন্য কিলেস এন্ট্রি, টাচস্ক্রিন নেভিগেশন এবং ওয়্যারলেস চার্জিং ডিজিটাল ড্রাইভিং এক্সপেরিয়েন্স পাবেন আপনি। Hyundai i20 তে আধুনিক ডিজাইনের সাথে সাথে উন্নত ফিচারসের আশ্চর্য্য যোগাযোগ রয়েছে। গাড়িটি আরাম এবং লেটেস্ট টেকনোলোজি উভয়ই প্রদান করে। আবার Toyota Glanza আসে Toyota এর প্রতিশ্রুতির সাথে। নির্ভরযোগ্য এই গাড়িটিতে ওপরোক্ত সমস্ত ফিচারসই পাবেন আপনি।
চলুন দেখে নেওয়া যাক কী কী ভার্সনে উপলব্ধ রয়েছে গাড়িদুটি
1) Hyundai i20 :
Variant | দাম |
Magna | 7.19 লক্ষ টাকা |
2) Toyota Glanza
Variant | Price |
E | 6.60 লক্ষ টাকা |
S | 7.55 লক্ষ টাকা |
Hyundai i20
Hyundai i20 এর Magna ভেরিয়েন্টটি 4টি স্পিকার সহ একটি দুর্দান্ত অডিও সিস্টেম, সাথে ব্লুটুথ সংযোগ, ম্যানুয়াল ক্লাইমেট কন্ট্রোল অফার করে। অত্যাধুনিক ড্যাশবোর্ড ডিজাইন এবং ম্যানুয়াল পাওয়ার উইন্ডোগুলির সাথে আসে গাড়িটি। বাজেটের হিসেবে গাড়িটি Maruti Baleno একই দামে পাবেন আপনি। তবে i20 তে অতিরিক্ত ফিচারস এবং টেক সাপোর্ট পাবেন আপনি।
Toyota Glanza
Glanza E: কমদামে এই গাড়িটির তুলনাই হয়না। ক্রুজ কন্ট্রোল, কুলিং গ্লাভ বক্স, ম্যানুয়াল পাওয়ার উইন্ডোজ সহ অডিও সিস্টেম থাকলেও টাচস্ক্রীনের অভাব টেক-স্যাভি ভিড়ের কাছে ততটা আবেদন করতে পারে না। Glanza-কে Maruti Suzuki Baleno-এর সাথে তুলনা করাই যায়।
Glanza S: Glanza E এর থেকে Glanza S এও 4টি স্পিকার এবং 7-ইঞ্চি LCD টাচস্ক্রিন রয়েছে। আপনি এখানে OEM অডিও সিস্টেম রয়েছে। প্রযুক্তির পাশাপাশি গাড়িটির ডিজাইনও প্রশংসনীয়। উল্লেখ্য যে, Glanza E তে Tata Altroz এর তুলনা করাই যায়।