সম্প্রতি Hyundai তাদের বহু প্রতীক্ষিত Exter micro-SUV টি লঞ্চ করেছে কোম্পানি। মাত্র 6.00 লক্ষ টাকার Ex-Showroom দামেই গাড়িটি লঞ্চ হয়েছে। পেট্রোল ভেরিয়েন্টের সাথে সাথেই Hyundai তাদের CNG ভেরিয়েন্টগুলিও বাজারে লঞ্চ করেছে। সিএনজি ভেরিয়েন্টের Ex-Showroom দাম শুরু হচ্ছে 7.97 লক্ষ থেকে 8.24লক্ষ টাকা পর্যন্ত।
নতুন Hyundai Exter একদম নতুন Boxy Style এর সাথে আসে। নয়া SUV তে রয়েছে স্বতন্ত্র ডিজাইন সহ স্প্লিট হেডল্যাম্প ডিজাইন এবং H আকৃতির LED DRLs। অন্যান্য Hyundai মডেলের নানান উন্নত বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে। গাড়িটি নানান রঙের সাথে আসে। নয়া SUV এর বৈচিত্র্য আপনাকে অবাক করবেই।
ইঞ্জিন : Hyundai Exter SUV আপাতত দুইটি ইঞ্জিন বিকল্পের সাথে আসে। গাড়িতে রয়েছে একটি 1.2-লিটারর পেট্রোল ইঞ্জিন যা 83 ps ক্ষমতা এবং 114 Nm টর্ক উৎপন্ন করে। মোট 5-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে বা 5-স্পীড AMT ইউনিটের সাথে আসে এই SUV। পেট্রোল ভেরিয়েন্টের ক্ষেত্রে গাড়িটি 19.4km/l জ্বালানি ক্ষমতা রয়েছে। CNG ভ্যারিয়েন্টের সাথে গাড়িটি 67.7bhp ক্ষমতা এবং 95.2Nm পিক টর্ক উৎপন্ন করে। CNG ভেরিয়েন্টে গাড়িটির মাইলেজ রয়েছে 27 কিমি।
গাড়িটি মোট পাঁচটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, এগুলো হলো :-
EX : 6.00 লক্ষ টাকা
S : 7.27 লক্ষ টাকা
SX : 8.00 লক্ষ টাকা
SX(O) : 8.64 লক্ষ টাকা
SX(O) Connect : 9.32 লক্ষ টাকা।
Hyundai এর নয়া গাড়িতে রয়েছে 4.2-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যা 8 অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর সাপোর্টের সাথে আসে। এছাড়া অতিরিক্ত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ড্যাশক্যাম, শার্কফিন অ্যান্টেনা, ফুটওয়েল লাইটিং, প্যাডেল শিফটার, ওয়্যারলেস চার্জিং প্যাড, অনবোর্ড নেভিগেশন এবং ইলেক্ট্রিক সানরুফ। লঞ্চের পর পরই 50,000-এর বেশি বুকিং হয় Exter গাড়িটির।
Exter যেভাবে এগিয়েছে তাতে Punch তো বটেই, টাটা মোটরসের আরেকটি গাড়ি Nexon এর বিক্রির ওপরেও প্রভাব পড়েছে। এছাড়া Swift সহ মারুতির বিক্রিও কিছুটা ব্যাহত হয়েছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত মাসের টপ সেলিং গাড়ির তালিকায় চলে এসেছে Hyundai Exter।