TRENDS
Advertisement

Exter Vs Swift: Hyundai নাকি মারুতি, কোন গাড়িটা আপনার পরিবারের জন্য বেস্ট? ফিচার্স দেখে বুঝে নিন

মারুতির সুইফট নাকি হুন্ডাইয়ের এক্সটর? গাড়ি কিনতে যাওয়ার আগে অবশ্যই দেখুনl কে এগিয়ে

Published By: Ritwik | Published On:

ভারতীয় বাজারে কম্প্যাক্ট ফ্যামিলি গাড়ির চল ভীষণ। আর আজকাল এসইউভি এই ক্ষেত্রে একটা বড় রোল প্লে করছে। যারমধ্যে এই সেগমেন্টের দুটি শক্তিশালী গাড়ি Swift এবং Hyundai Exter-র জনপ্রিয়তা আকাশছোঁয়া। এখন আপনিও যদি কনফিউজড হয়ে থাকেন যে, এই দুটোর মধ্যে কোনটা কিনবেন তাহলে এই প্রতিবেদনটি একদম মিস করবেননা। কারণ আজ আমরা এই গাড়িদুটির দাম, মাইলেজ এবং ফিচার্স সম্পর্কে বলব।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

মারুতি সুজুকি সুইফট : এই গাড়িটিতে ক্রুজ কন্ট্রোল এবং রিয়ার পার্কিং সেন্সরের মতো বৈশিষ্ট্য রয়েছে। 5.99 লাখ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে গাড়িটি। সাথে রয়েছে 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন। রয়েছে সিএনজি অপশনও। গাড়ির সিএনজি সংস্করণটি 30.90 কিমি/কেজি মাইলেজ দেয়। আগামি 2024 সালের মধ্যে কোম্পানি সুইফটের একটি নতুন জেনারেশন আনবে। আর এই গাড়িটি হবে সম্পূর্ণ স্পোর্টি লুকের।

প্রসঙ্গত উল্লেখ্য, গাড়িটিতে পেয়ে যাবেন 5-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং 268 লিটার বুট স্পেস। পাশাপাশি গাড়িটি 90 PS এর শক্তি তৈরি করতে পারে। বর্তমানে এটি বাজারে তিনটি ডুয়াল টোন এবং ছয়টি মনোটোনের অপশন রয়েছে। এর ইঞ্জিন 113 Nm টর্ক জেনারেট করে এবং এতে 5-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। গাড়িটির বুট স্পেস 268 লিটার। গত জুলাই মাসে মারুতি সুইফট সর্বোচ্চ 17,896 ইউনিট বিক্রি করেছে।

হুন্ডাই এক্সটার : গাড়িটি 82 bhp শক্তি জেনারেট করে। এটি 5-স্পীড ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশন দেয়। গাড়িটির প্রারম্ভিক মূল্য 5.99 লক্ষ টাকা (এক্স-শোরুম)। গাড়িটিতে ড্যাশক্যাম এবং সানরুফের মতো সুযোগ সুবিধা রয়েছে। মোট ৫ টি কালার অপশন রয়েছে এটায়। Hyundai Exter একটি 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। পাশাপাশি এই গাড়িতেও রয়েছে সিএনজি বিকল্প।

Exter Vs Swift: Hyundai নাকি মারুতি, কোন গাড়িটা আপনার পরিবারের জন্য বেস্ট? ফিচার্স দেখে বুঝে নিন

প্রসঙ্গত উল্লেখ্য, গাড়িটি 82 bhp শক্তি উৎপন্ন করে। নিরাপত্তার জন্য এতে 6টি এয়ারব্যাগ এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলার দেওয়া হয়েছে। এই গাড়িটির ইঞ্জিন 114 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটির দৈর্ঘ্য 3,815 মিমি এবং এটি 20 kmpl এর মাইলেজ দেওয়ার ক্ষমতা রাখে। হুন্ডাইয়ের এই গাড়িটিতে 3-পয়েন্ট সিট বেল্ট এবং সিটবেল্ট রিমাইন্ডার রয়েছে।

About Author