Read In
Whatsapp
Car News

পেট্রোল নয় এবার বাজারে রাজ করবে হাইব্রিড গাড়ি, শীঘ্রই লঞ্চ হচ্ছে নতুন Maruti Suzuki-র Swift Hybrid

ভারতের বাজারে ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছে বিভিন্ন হাইব্রিড গাড়িগুলো। জ্বালানি গাড়িগুলোর সাথে টেক্কা দিচ্ছে নানান হাইব্রিড। আর এসময় মারুতি সুজুকিও তাদের নতুন Swift Hybrid লঞ্চ করতে পারে বলে খবর আসছে। আগেই খবর এসেছিল যে, হ্যাচব্যাকটির নতুন ভার্সন আসতে চলেছে 2024 সালে। এবার শীঘ্রই গাড়িটিকে দেখা যেতে পারে।Swift Hybrid2

বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, Maruti Suzuki শীঘ্রই ভারতের বাজারে তাদের Swift হাইব্রিড গাড়িটি লঞ্চ করতে পারে। Swift এর নতুন ভার্সনে যেমন নানান ফিচারস যুক্ত হতে চলেছে তেমনই হাইব্রিড ভেরিয়েন্টে লম্বা মাইলেজও পাওয়া যাবে। উল্লেখ্য যে, গত ডিসেম্বর মাসেই Z সিরিজের ইঞ্জিন সহ Swift Hybrid গাড়ির প্রদর্শন করে Maruti Suzuki।

প্রসঙ্গত, এই প্রথম হাইব্রিড গাড়ি আনছেনা Maruti Suzuki। বর্তমানে গ্র্যান্ড ভিটারা এবং ইনভিক্টোর মতো মডেলগুলিতে শক্তিশালী হাইব্রিড প্রযুক্তি অফার করছে তারা। আগামী 2025 সাল নাগাদ বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করার আগে আরো কয়েকটি হাইব্রিড গাড়ি লঞ্চ করতে পারে তারা। মারুতি সুজুকি ইন্ডিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এবং সেলস ও মার্কেটিং হেড শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, 2031 অর্থবর্ষের মধ্যে ভারতীয় বাজারের 25% আসবে হাইব্রিড গাড়ি থেকে। Maruti Suzuki Swift Hybrid Launched System

উল্লেখ্য, মারুতি সুজুকির গাড়িগুলোতে ইতিমধ্যেই সাতটি মডেলের একটি বৈচিত্র্যময় রেঞ্জ রয়েছে যেখানে দুই ধরনের হাইব্রিড প্রযুক্তি রয়েছে। এগুলো হলো স্মার্ট হাইব্রিড এবং ইন্টেলিজেন্ট ইলেকট্রিক হাইব্রিড। মারুতি সুজুকির মতে স্মার্ট হাইব্রিড প্রযুক্তির মাধ্যমে, লিথিয়াম-আয়ন ভেরিয়েন্ট সহ দুটি ব্যাটারির সাহায্যে নির্দিষ্ট পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে ইঞ্জিন চালু এবং বন্ধ করে ড্রাইভিং কর্মক্ষমতা এবং জ্বালানি দক্ষতা বাড়বে।

মারুতি সুজুকি সুইফট হাইব্রিড গাড়ির মূল বৈশিষ্ট্য এবং প্রত্যাশিত ইঞ্জিন কর্মক্ষমতা: Swift Hybrid গাড়িতে 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন এবং ব্যাটারি প্যাক সহ একটি বৈদ্যুতিক মোটর থাকবে৷ 1.2-লিটার পেট্রোল ইঞ্জিনটি মোট 91 PS শক্তি এবং 118 Nm টর্ক সরবরাহ করবে বলে অনুমান করা হয়েছে। অন্যদিকে বৈদ্যুতিক মোটরটি অতিরিক্ত 13.5 PS শক্তি এবং 30 Nm শক্তি যোগান দেবে।

Back to top button