ভারতীয় বাজারে মিড সাইজের এসইউভি-র দৌড়ে এগিয়ে রয়েছে হুন্ডাই ক্রেটা। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই লঞ্চ হতে চলেছে এই গাড়ির নয়া ভার্সন। কম্প্যাক্ট ফিচার্স সহ ভালো কমফোর্ট সেফটির কারণে বিগত কয়েক বছর ধরেই দারুণ জনপ্রিয়তা তৈরি করেছে দেশীয় বাজারে। এখন আপনিও কি এই গাড়িটি কেনার পরিকল্পনা করছেন? তাহলে চলুন দেখে নিই স্যালারির হিসেব নিকেষ।
আসলে গাড়ি হোক বা বাড়ি, তা যে কোনও মানুষের ক্ষেত্রেই সামাজিক এবং আর্থিক অবস্থানের পরিচায়ক বটে। তবে নিজের গ্যারাজে গাড়ি আনার জন্য পকেটের দম থাকাটাও জরুরি। কারণ একটা গাড়ি কিনলেই সব মিটে যায়না। গাড়ির দামের পাশাপাশি এর সাথে যোগ হয় গাড়ির ইনস্যুরেন্স, আরটিও, জ্বালানি খরচ ইত্যাদি। তাই পকেটের জোর বুঝে তবেই গাড়ি কেনার কথা ভাবনাচিন্তা করা উচিত।
এখন আপনি যদি হুন্ডাই ক্রেটা কিনতে চান তাহলে আপনার মাস মাহিনা কত হওয়া উচিত? গাড়ির দামের কথা বললে, ভারতীয় বাজারে হুন্ডাই ক্রেটার SX এর মূল্য প্রায় ১৫ লক্ষ্য টাকা (এক্স শোরুম)। আরটিও এবং ইন্সুরেন্স বাবদ আরও খরচ হবে ১.৮ লক্ষ টাকা। সব মিলিয়ে গাড়িটির অনরোড প্রাইস পড়ে প্রায় ১৭ লক্ষ টাকা। এখন আপনি যদি নিজের সেভিংস থেকে ৪ লক্ষ ৮০ টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে লোন নিতে হবে ১২ লক্ষ টাকা।
এখন আপনি যদি আগামী ৫ বছরের জন্য ৯ শতাংশ সুদে ১২ লক্ষ টাকা লোন নেন তাহলে আপনার মাসিক ইএমআই পড়বে ২৫ হাজার টাকা। এছাড়াও ফুয়েল এবং মেইনটেনেন্স বাবদ খরচ পড়বে আরও অতিরিক্ত ১০ হাজার টাকা। অর্থাৎ সবে মিলিয়ে গাড়ির মাসিক খরচ দাঁড়ায় প্রায় ৩৫ হাজার টাকা। অর্থাৎ আপনার স্যালারি যদি ১.৫০ লক্ষ হয় তাহলে আপনি এই গাড়ি কিনতেই পারেন।