উৎসবের মরশুমে দুই চাকা থেকে চার চাকায় উন্নীত করার ইচ্ছা প্রবল। যদিও সেটার জন্য মোটা বাজেটও থাকতে হয়। যে কারণে আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কাছে গাড়ি কেনার ইচ্ছাটা স্বপ্নই থেকে যায়। আবার কেউ কেউ সাধ্যের বাইরে গিয়ে ইনভেস্ট করে ফেলেন। যার ফল ভূগতে হয় বাকি জীবন।
এমতাবস্থায় বেতনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত। কারণ শুরুতে একগুচ্ছ খরচ করে ফেললে পরে টাকার অভাব দেখা যায়, যাতে আবারও লোনের প্রয়োজন পড়ে। তাই যে কোনও গাড়ি কেনার আগে হিসেব নিকেষ অবশ্যই করে নেওয়া উচিত। প্রথমেই দেখে নিতে হবে, আপনার মাসিক আয় এবং ব্যয় কত? একটা ফর্মুলা তৈরি করে সেই অনুযায়ী এগিয়ে চলতে হবে।
প্রথমেই যেটা প্রয়োজন তা হল, আপনার বাজেট অনুযায়ী সঠিক গাড়ি সিলেক্ট করা। এখন আপনার পছন্দ যদি Maruti Suzuki Swift হয় তাহলে আপনার স্যালারি ঠিক কত হওয়া উচিত? আজকের প্রতিবেদনে সেটাই আলোচনা করব আমরা। বলে রাখি ভারতীয় বাজারে Swift এর CNG ভার্সনটির দাম শুরু হয় প্রায় 7 লক্ষ 85 হাজার টাকা (এক্স শোরুম) থেকে। যার মধ্যে RTO থাকে 65 হাজার টাকার এবং ইন্সুরেন্স বাবদ খরচ হবে 45 হাজার টাকা।
উল্লেখ্য, সবে মিলিয়ে গাড়িটির অনরোড প্রাইস প্রায় 9 লক্ষ টাকার মত। এমতাবস্থায় আপনি 2 লক্ষ টাকার ডাউন পেমেন্ট করে বাকি 7 লক্ষ টাকার ইএমআই করাতে পারেন। এখন আপনি যদি 9 শতাংশ সুদে 5 বছরের জন্য ইএমআই করান তাহলে প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে প্রায় 15 হাজার টাকা। এছাড়াও প্রতিমাসে মেইনটেইনেন্স বাবদ আপনার খরচ হবে 5 থেকে 6 হাজার টাকা। এমতাবস্থায় আপনার বেতন যদি 80 হাজার বা তার বেশি হয় তাহলে আপনি এই গাড়ি কিনতেই পারেন।