সম্প্রতি Honda বড়সড় সাফল্য পেয়েছে। কিছু সময় আগেই বাজারে লঞ্চ হয় নতুন Elevate। আর অল্প সময়ের মধ্যেই বিক্রির রেকর্ড গড়েছে গাড়িটি। Elevate লঞ্চ করার 100 তম দিনে সেটির 20,000 ইউনিট বিক্রির মাইলফলক অর্জন করেছে Honda। মিডিয়াম সাইজের SUV টি দেশের বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বীতার মধ্যেও দারুণ ফলাফল করে দেখিয়েছে।
প্রতিযোগিতামূলক মূল্যের সাথেসাথে আকর্ষণীয় ফিচারস এবং পেশীবহুল ডিজাইন গাড়িটির বিক্রির মূখ্য কারণ হয়ে ওঠেছে। গত তিন মাসে হোন্ডার গাড়ি বিক্রির 50% এসেছে এই Elevate থেকে। এছাড়া YoY বৃদ্ধির হিসেবে Honda Cars এর বিক্রি বেড়েছে 11%। সাফল্যের পর হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেডের বিপণন ও বিক্রয় পরিচালক ইউইচি মুরাতা একটি সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনেই উইচি মুরাতা বলেন, “আমরা হোন্ডা এলিভেটের অসাধারণ সাফল্যের সাক্ষী হতে পেরে রোমাঞ্চিত। গাড়িটির বিক্রি প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। লঞ্চের প্রথম 100 দিনের মধ্যে Elevate-এর 20,000 বিক্রয় মাইলফলক আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত এবং গ্রাহকদের আমাদের প্রতি আস্থা প্রতিফলিত করে। মূল্যবান গ্রাহকদের পছন্দ আমাদেরকে উল্লেখযোগ্য প্রতিযোগী করে তুলেছে।”
এছাড়া জাপানি অটো মেজর এও উল্লেখ করেছে যে, গ্রাহকের চাহিদা মেটাতে কোম্পানি তাদের উৎপাদন বাড়িয়েছে। উৎপাদন বৃদ্ধির ফলে গ্রাহকদের অপেক্ষাকালও কমেছে। এখানে জানিয়ে রাখি যে, পরিসংখ্যান অনুযায়ী Elevate এর CVT ভেরিয়েন্টগুলির বিক্রি সবচেয়ে বেশি।