TRENDS
Advertisement

Honda Elevate SUV Launch : বাজারে আসছে নতুন Honda Elevate , প্রতিযোগীদের থেকে ঠিক কতটা এগিয়ে গাড়িটি? 

121ps শক্তির সাথে 145Nm টর্ক তৈরী করতে পারে Elevate গাড়িটি। কিন্তু অন্যান্য প্রতিযোগিদের সাথে ঠিক কতটা এগিয়ে তাও দেখে নিন।

Published By: Ritwik | Published On:

ভারতে ধীরে ধীরে বিক্রি বাড়ছে SUV জাতীয় গাড়ি গুলোর। সেলসের রেকর্ড জানাচ্ছে মোট যাত্রীবাহী গাড়ির 50% এরও বেশি গাড়ি শুধু SUV সেগমেন্টেই বিক্রি হয়েছে। আর সেজন্য কোম্পানি গুলোও নতুন নতুন SUV নিয়ে হাজির হচ্ছে। আর বহু সময় পর Honda Motors তাদের SUV এনেছে বাজারে। 

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

প্রথমেই জানিয়ে রাখি যে, Honda Elevate SUV তে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। বাজার চলতি অন্যান্য গাড়ির থেকে Elevate এর ইঞ্জিন অনেকখানি আলাদা। 121ps শক্তির সাথে 145Nm টর্ক তৈরী করতে পারে Elevate গাড়িটি। কিন্তু অন্যান্য প্রতিযোগিদের সাথে ঠিক কতটা এগিয়ে তাও দেখে নিন।

Honda Elevate SUV Launch : বাজারে আসছে নতুন Honda Elevate , প্রতিযোগীদের থেকে ঠিক কতটা এগিয়ে গাড়িটি? 

বৈশিষ্ট্যHonda ElevateHyundai CretaKIA SeltosVW TiguanSkoda KushaqMaruti Grand Vitara/Toyota Hyryder
ইঞ্জিন1.5L NA Petrol Engine1.5L NA Petrol Engine1.5L NA Petrol Engine1 Turbo Petrol Engine1 Turbo Petrol Engine1.5L NA Petrol Engine
শক্তি121 PS115 PS115 PS115 PS115 PS103 PS
টর্ক145 Nm144 Nm144 Nm178 Nm178 Nm137 Nm
ট্রান্সমিশন6 গতির MT/CVT6 গতির MT/CVT6 গতির MT/CVT6 গতির MT/AMT6 গতির MT/AMT5 গতির MT/ 6 গতির AMT
মাইলেজ15.31kmpl থেকে 16.92kmpl16.8 kmpl থেকে 16.9 kmpl17 kmpl/17.7 kmpl18.15 kmpl/19.87 kmpl18.09kmpl/19.87 kmpl21.11kmpl, 19.83kmpl (AWD) /20.58kmpl

তালিকা থেকে বুঝতেই পারছেন যে, Honda Elevate শক্তিশালী হলেও মাইলেজের দিক থেকে সবথেকে পিছিয়ে। Volkswagen Tiguan এবং Skoda Kushaq গাড়িটি অধিক শক্তিশালী হওয়ার পরেও বেশি রেঞ্জ দেয়। মাইলেজের দিক থেকে সবথেকে বেশি সাশ্রয়ী Maruti Grand Vitara/Toyota Hyryder। তবে এই দুটি গাড়িই আবার সবচেয়ে কম শক্তিশালী।   Honda Elevate SUV Launch : বাজারে আসছে নতুন Honda Elevate , প্রতিযোগীদের থেকে ঠিক কতটা এগিয়ে গাড়িটি? 

এই সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী Skoda Kushaq এবং VW Tiguan। দুই গাড়িতেই শক্তিশালী টার্বো-পেট্রোল ইঞ্জিন পাওয়া যায়। আবার এই দুই গাড়িই দ্বিতীয়-সর্বোচ্চ জ্বালানি অফার করে। Creta এবং Seltos গাড়ি দুটি ঠিক মাঝামাঝি অপশনে রয়েছে। উল্লেখ্য, 11 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে Elevate গাড়িটি বাজারে মোটামুটি ভালোই পারফর্ম করতে চলেছে। 

About Author