TRENDS
Advertisement

Honda Elevate VS Maruti Invicto: Elevate নাকি Invicto, কোন SUV আপনার জন্য বেস্ট? তুলনা দেখে বিচার করুন

এককালে হ্যাচব্যাকের চাহিদা বেশি থাকলেও আজকাল বাজারে SUV এর চাহিদা বেড়েছে বহুখানি। বাজারে দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের SUV। এক্ষেত্রে দুটি শক্তিশালী গাড়ি Honda SUV এবং Maruti Invicto। কিন্তু কোন…

Published By: Ritwik | Published On:

এককালে হ্যাচব্যাকের চাহিদা বেশি থাকলেও আজকাল বাজারে SUV এর চাহিদা বেড়েছে বহুখানি। বাজারে দেদার বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের SUV। এক্ষেত্রে দুটি শক্তিশালী গাড়ি Honda SUV এবং Maruti Invicto। কিন্তু কোন গাড়িটি কিনবেন আপনি, চলুন জানাচ্ছি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda ElevateHonda Elevate VS Maruti Invicto: Elevate নাকি Invicto, কোন SUV আপনার জন্য বেস্ট? তুলনা দেখে বিচার করুন

Honda Elevate গাড়িতে 1498 cc এর পেট্রোল ইঞ্জিন রয়েছে। Elevate গাড়িতে 119.35 bhp শক্তি উৎপন্ন করে। গাড়িটির দৈর্ঘ্য রয়েছে 4,312 মিমি, প্রস্থ 1,790 মিমি এবং উচ্চতা 1,650 মিমি। গাড়িতে ডুয়াল-টোন অ্যালয় হুইল সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক রয়েছে।Honda Elevate VS Maruti Invicto: Elevate নাকি Invicto, কোন SUV আপনার জন্য বেস্ট? তুলনা দেখে বিচার করুন

Elevate গাড়িটি একটি 5 সিটার গাড়ি। কোম্পানি গাড়িটি বাজারে Unveil করলেও আগামী সেপ্টেম্বরে মাসে গাড়িটি লঞ্চ করবে। এখানে আপনি 458 লিটারের বুট স্পেস পেয়ে যাবেন। গাড়িতে ইলেকট্রনিক পার্কিং ব্রেক, লেন ওয়াচ সিস্টেম এবং একটি 360-ডিগ্রি ক্যামেরা রয়েছে। 12 লক্ষ টাকার এক্স শোরুম প্রাইসের সাথে আসে গাড়িতে।

Maruti Suzuki Invicto

Honda Elevate VS Maruti Invicto: Elevate নাকি Invicto, কোন SUV আপনার জন্য বেস্ট? তুলনা দেখে বিচার করুনInvicto গাড়িতে 2.0 লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। গাড়িটির হাইব্রিড সংস্করণটি 183bhp শক্তি উৎপন্ন করে এবং নন হাইব্রিড গাড়িতে 171bhp শক্তি উৎপন্ন করে। 205Nm এর পিক টর্ক উৎপন্ন করে। গাড়িতে ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে।

Honda Elevate VS Maruti Invicto: Elevate নাকি Invicto, কোন SUV আপনার জন্য বেস্ট? তুলনা দেখে বিচার করুনঅ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর সাপোর্ট রয়েছে গাড়িতে। ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে সহ LED হেদল্যাম্প এবং টেল ল্যাম্প সহ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। নিরাপত্তার জন্য এয়ারব্যাগ, ABS, ADAS এর মতো বৈশিষ্ট্য রয়েছে। গাড়িটির প্রারম্ভিক মূল্য রয়েছে 28 লক্ষ টাকা থেকে।

About Author