TRENDS
Advertisement

Honda Elevate নাকি Creta, কোন গাড়িটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি

Honda Elevate সদ্যই বাজারে এসেছে, আর আসার লোর থেকেই SUV এর বাজারে ধুম পড়ে গিয়েছে। কিন্তু Creata এর সাথে তুলনায় কেমন অবস্থানে রয়েছে সেটি?

Published By: Ritwik | Published On:

বর্তমানে গাড়ির বাজারে SUV গুলির ক্রেজ বেড়েছে অনেকখানি। এতদিন Mid Budget সেগমেন্টে Hyundai Creta প্রায় একচ্ছত্র রাজ চালিয়েছে তার দোসর KIA Seltos কে নিয়ে। কিন্তু নতুন Honda Elevate বড়সড় হুমকি হয়ে ওঠতে পারে Creta এর জন্য। দাম প্রায় একই হওয়ার কারণে বড় প্রতিযোগিতা শুরু হয়েছে Hyundai এবং Honda এর গাড়ির মধ্যে। তাহলে কোন গাড়িটি নেবেন আপনি? চলুন দেখে নেওয়া যাক। Honda Elevate নাকি Creta, কোন গাড়িটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda Elevate
নতুন Elevate এ আপনি 1.5 লিটারের শক্তিশালী ইঞ্জিন দেখতে পাবেন। বিলাসবহুল ইন্টেরিয়র ডিজাইন সহ মোট চারটি ভেরিয়েন্ট SV, V, VX এবং ZX এ বাজারে এসেছে Honda Elevate। ম্যানুয়াল এবং অটোম্যাটিক উভয় ট্রান্সমিশনের সাথেই আসে গাড়িটি। সাথে মোট 16.92kmpl এর মাইলেজও রয়েছে Elevate এ।Honda Elevate নাকি Creta, কোন গাড়িটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি

গাড়িটির দৈর্ঘ্য 4312 মিমি এবং উচ্চতা 1650 মিমি। Honda Elevate-এর হুইলবেস হল 2,650 মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 220mm এর। 1.5 লিটারের ইঞ্জিন 121hp শক্তি এবং 145 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। নিরাপত্তা বৈশিষ্ট্যও টপ ক্লাস। Elevate গাড়িটির প্রারম্ভিক Ex-Showroom দাম রয়েছে 10.99 লক্ষ টাকা।Honda Elevate নাকি Creta, কোন গাড়িটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটি

Hyundai Creta

Honda Elevate নাকি Creta, কোন গাড়িটি আপনার জন্য লাভজনক? দেখে নিন খুঁটিনাটিCreta তেও 1.5 লিটারের ইঞ্জিন রয়েছে। যা মোট 113bhp শক্তি আর 144 Nm টর্ক উৎপন্ন করে। 21 কিমি মাইলেজ সমেত 6 গতির ম্যানুয়াল এবং অটোম্যাটিক ট্রান্সমিশনের সুবিধা মেলে এখানে। ABS, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের মতো উন্নত ফিচারস দেখা যায় Hyundai Creta তে।

About Author