TRENDS
Advertisement

একাই করবে মার্কেটে রাজ! এই এই গাড়ির বাজারে খেয়ে নিতে পারে Honda Elevate

একটা দুটো নয়, একগুচ্ছ গাড়ির প্রতিযোগিতা শেষ করে দিয়েছে নতুন Honda Elevate, বিস্তারিত দেখুন এইখানে

Published By: Ritwik | Published On:

সদ্যই বাজারে এসেছে Honda-র নতুন Elevate SUV। বহু সময় পর ভারতের বাজারে বাজেট সেগমেন্টে SUV এনেছে Honda। আর শুরু থেকেই গাড়িটি দারুণ হিট। ইতিমধ্যেই গাড়িটির জন্য লম্বা লাইন পড়ে গিয়েছে। ফিচরপ্যাকড এবং দুর্দান্ত শক্তিশালী গাড়িটি কিন্তু বেশ কিছু গাড়ির বাজার দখল করতে পারে। একাই করবে মার্কেটে রাজ! এই এই গাড়ির বাজারে খেয়ে নিতে পারে Honda Elevate

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নিচে তেমনই একটি তালিকা দেওয়া হলো সেখানে আমরা জানাচ্ছি Honda Elevate কোন কোন গাড়ির বিক্রী বন্ধ করে দিতে পারে।

1) Citroen C3 Aircross 

citroen c3
Citroen C3

সদ্যই বাজারে এসেছে Citroen C3 Aircross। Honda Elevate-এর বাজেটেই গাড়িটি লঞ্চ করেছে ইউরোপিয়ান কোম্পানি Citroën। ভারতের বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্র্যান্ডটির সময় দরকার, কিন্ত Honda Elevate গাড়িটির বিক্রি বন্ধ করে দিতে সক্ষম।

2) Toyota Urban Cruiser Hyryder একাই করবে মার্কেটে রাজ! এই এই গাড়ির বাজারে খেয়ে নিতে পারে Honda Elevate
Honda আরেক জাপানি কোম্পানি Toyota এর সদ্যই লঞ্চ করা Urban Cruiser Hyryder গাড়িটির বাজারও দক্ষক করতে পারে। টয়োটাতে Regular 1.5L Naturally Aspirated Petrol ইঞ্জিন পাওয়া যায়, যা কিনা Elevate এর ইঞ্জিন থেকে কম শক্তিশালী। এছাড়া Elevate এর CVT Toyota এর থেকে অধিক উন্নত।

3) MG Astor  একাই করবে মার্কেটে রাজ! এই এই গাড়ির বাজারে খেয়ে নিতে পারে Honda Elevate
MG Astor এই সেগমেন্টের খুব বেশি জনপ্রিয় গাড়ি নয়। অনেক গুরুত্বপূর্ন ফিচারসই পাওয়া যায়না এখানে। তাই একই বাজেটে গ্রাহকরা Astor এর জায়গায় Elevate কিনতে বেশী আগ্রহী হবেন বলেই ধারণা করা যায়।

4) Volkswagen Taigun একাই করবে মার্কেটে রাজ! এই এই গাড়ির বাজারে খেয়ে নিতে পারে Honda Elevate
Volkswagen Taigun ভালো কোম্পানি হলেও Elevate প্রতিযোগিতায় এগিয়ে। ইঞ্জিনের ক্ষমতাও বেশ কম। Taigun এ 1.0L এর ইঞ্জিন রয়েছে যা Elevate এর থেকে অনেকখানি পিছিয়ে।

5) Kia Seltos  একাই করবে মার্কেটে রাজ! এই এই গাড়ির বাজারে খেয়ে নিতে পারে Honda Elevate
KIA Seltos এবং তার সতীর্থ Hyundai Creta এর বিক্রিও বন্ধ করে দিতে সক্ষম Elevate। Honda এর গাড়িটির ADAS এবং অনেক স্ট্যান্ডার্ড সেফটি কিট KIA এর গাড়ির থেকে অনেকখানি এগিয়ে। তার ফলে KIA এবং Hyundai এর গাড়ির জায়গায় Honda Elevate প্রথম পছন্দ হয়ে উঠতে পারে।

About Author