TRENDS
Advertisement

ডিসেম্বরে দারুণ অফার, এবার মারুতি সুজুকির গাড়িতে থাকছে 59 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট

সম্প্রতি বড়সড় ছাড়ের ঘোষণা করেছে Maruti Suzuki। তাদের Arena ডিলারশিপের অধীনে থাকা গাড়ির ওপর বেশ বড় অংকের ছাড় মিলছে। এসময় গাড়ি কেনার জন্য একবারে আদর্শ। বিরাট অংকের ছাড় সহ ডিসকাউন্টের…

Published By: Ritwik | Published On:

সম্প্রতি বড়সড় ছাড়ের ঘোষণা করেছে Maruti Suzuki। তাদের Arena ডিলারশিপের অধীনে থাকা গাড়ির ওপর বেশ বড় অংকের ছাড় মিলছে। এসময় গাড়ি কেনার জন্য একবারে আদর্শ। বিরাট অংকের ছাড় সহ ডিসকাউন্টের কারণে বেশ সস্তা হচ্ছে হ্যাচব্যাক, সেডান, SUV গুলো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন গাড়িতে ছাড়ের অংক কত।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Maruti Suzuki Alto 800: গ্রাহকরা বন্ধ হওয়া মডেলের অবশিষ্ট স্টকে 15,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।

ডিসেম্বরে দারুণ অফার, এবার মারুতি সুজুকির গাড়িতে থাকছে 59 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট

Maruti Suzuki Alto K10: এন্ট্রি-লেভেল Alto K10 গাড়িতে বছরের শেষ অফারের অধীনে 54,000 টাকা পর্যন্ত সুবিধা মিলছে।

Maruti Suzuki S-Presso: মিনি SUV S-Presso গাড়িতে মোট 59,000 টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাচ্ছে।

Maruti Suzuki Eeco: Eeco ভ্যান কেনার জন্য ছাড়ের অংক 29,000 টাকা। ডিসেম্বরে দারুণ অফার, এবার মারুতি সুজুকির গাড়িতে থাকছে 59 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট

Maruti Suzuki WagonR: মারুতি সুজুকির এই গাড়ি দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। WagonR গাড়িতে মারুতি সুজুকি 54,000 টাকা পর্যন্ত সুবিধা দিচ্ছে।

Maruti Suzuki Celerio: হাই মাইলেজ হ্যাচব্যাক Celerio তে সুবিধা পাওয়া যাচ্ছে 59,000 টাকার।

Maruti Suzuki Swift: ভারতে তৃতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি Swift। শীঘ্রই গাড়িটির নয়া মডেল আসতে চলেছে। চলতি মাসে গাড়িটির ওপর 54,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে।

ডিসেম্বরে দারুণ অফার, এবার মারুতি সুজুকির গাড়িতে থাকছে 59 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট

Maruti Suzuki Dezire: সর্বাধিক বিক্রিত সেডান Dezire-এ ছাড়ের অংক 20,000 টাকা।

আপনাদের জানিয়ে রাখি যে, অফার এবং ডিসকাউন্ট সম্পর্কে সম্পূর্ণ বিবরণ পেতে গ্রাহকরা Maruti Suzuki Arena শোরুমে যেতে পারেন। সীমিত সময়ের মধ্যে এবং স্টক ফুরিয়ে যাওয়ার আগে এই অফারের সদ্ব্যবহার করতে হবে গ্রাহকদের।

About Author