Read In
Whatsapp
Car News

সেরা দশ 7 আসনের গাড়ি এগুলোই, গত ডিসেম্বর মাসে এই গাড়ির বিক্রি বেড়েছে 21656% 

ভারতীয় অটো মার্কেট বিস্ফারিত হয়েছে গত 2023 সালে। গত বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরেও রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি হয়েছে। বাকি সমস্ত গাড়ির সাথে 7 আসনের গাড়ির বিক্রি বেড়েছে দূর্দান্ত গতিতে। আর এই সেগমেন্টে বিক্রি বেড়েছে মোট দুই কারণে, এক সেখানে রয়েছে পরিবহনের সাথে যুক্ত গাড়ি এবং অন্যদিকে 7 আসনের গাড়ি চাহিদা মেটাচ্ছে বড় পরিবারের। 

7 আসনের সেগমেন্টে স্ট্যান্ডআউট পারফরমারদের মধ্যে রয়েছে Maruti Ertiga। গত ডিসেম্বর মাসে মোট 12,975 ইউনিটের একটি চিত্তাকর্ষক বিক্রির সাথে গাড়িটির YoY বৃদ্ধি 6%।  এরপরই রয়েছে Mahindra Scorpio এবং Scorpio N। 62% YoY বৃদ্ধির সাথে 2023 সালের ডিসেম্বরে মাহিন্দ্রার গাড়িটির মোট বিক্রি হয়েছে 11,355 ইউনিট। 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে Mahindra Bolero। 9% YoY বৃদ্ধির সাথে গত মাসে Bolero গাড়িটি বিক্রি হয়েছে 7,995 ইউনিট। চতুর্থ স্থানে রয়েছে Toyota Innova। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক 2023 সালের ডিসেম্বরে সর্বাধিক বিক্রি হওয়া 10টি গাড়ি কোন কোনগুলো (Top 10 7 seater Car)। 

Model এবং YoY বৃদ্ধি  December 2023 বিক্রি  December 2022 বিক্রি
1. Maruti Ertiga (+6%) 12,975 12,273
2. Mahindra Scorpio (+62%) 11,355 7,003
3. Mahindra Bolero (+9%) 7,995 7,311
4. Toyota Innova (+21656%) 7,832 36
5. Mahindra XUV700 (+5%) 5,881 5,623
6. Toyota Fortuner (+94%) 3,104 1,603
7. Kia Carens (+66%) 2,563 3,195
8. Maruti XL6 (-34%) 2,226 3,364
9. Tata Safari (+40%) 2,103 1,502
10. Hyundai Alcazar (+1,642%) 954 1,478

উল্লেখ্য যে, সবচেয়ে বেশি বিক্রি বেড়েছে টয়োটা ইনোভার। Innova এবং Innova Hycross গাড়িটির রেকর্ড বৃদ্ধি হয়েছে 21,656%। যেখানে 2022 সালের ডিসেম্বরে মাত্র 36 ইউনিট বিক্রি হয়েছিল সেখানে 2023 সালের ডিসেম্বরে বিক্রি হয়েছে 7832 ইউনিট। যা কিনা নতুন রেকর্ড। সাথে Toyota Fortuner এর বিক্রিও বেড়েছে 94%। তবে 7 আসন সেগমেন্টে বিক্রি কমেছে Maruti XL6 এর। মোট 34% বিক্রি কমেছে মারুতির 7 আসনের গাড়িটির। 

Back to top button