Read In
Whatsapp
Car News

দারুণ বিক্রী হলেও খুব একটা সুরক্ষিত নয় এই তিন গাড়ি! তালিকা দেখলে চমকে যাবেন আপনিও

গাড়ি কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ফিচারস গুলোর মধ্যেই পড়ে সেফটি ফিচার। আগে এই বিষয়ে সেরকম খেয়াল না রাখা হলেও বর্তমানে খুব গুরুত্বপূর্ন সুরক্ষা বৈশিষ্ট্য। তবে ভারতের বাজারে এমন কিছু বেস্ট সেলিং গাড়ি রয়েছে যা সুরক্ষার ক্ষেত্রে খুবই বিপদজনক হলেও সেগুলোর বিক্রি কম নেই।

এখানে বাজারের সেরা 3 টি গাড়ির কথা বলতে চলেছি যা ক্র্যাশটেস্টে ডাহা ফেল করলেও বাজারে মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন গাড়ির কথা হচ্ছে এখানে।

1) Maruti Suzuki Swift
বিগত বহু সময় ধরে বেস্ট সেলিং গাড়ির তালিকায় রয়েছে Maruti Suzuki Swift। এপ্রিল মাস থেকে অক্টোবরের মধ্যে মারুতি সুজুকি মোট 1,23,904 ইউনিট Swift বিক্রি করে রেকর্ড বানিয়েছে। কিন্তু জানিয়ে রাখি যে, সুরক্ষার ক্ষেত্রে খুবই বিপদজনক Swift। মাত্র 1 স্টার সেফটি রেটিং পেয়েছে সুইফ্ট।

2) Maruti Suzuki Alto K10

বিক্রির নিরীখে রেকর্ড গড়েছে মারুতির এই গাড়িটিও। এখনো পর্যন্ত মোট 67,931টি অল্টো বিক্রি হয়েছে। একদম সস্তা দামের হওয়ায় ভারতীয় মধ্যবিত্ত পরিবারের কাছে খুবই প্রিয় Alto K10। মাত্র 3.99 লাখেই পাওয়া যাচ্ছে নতুন Alto। তবে জানিয়ে রাখি যে, গাড়িটি মাত্র 2 Star পেয়েছে সেফটি রেটিংয়ে। তাই Alto তে চড়ার আগে সাবধান।

3) Maruti Suzuki WagonR

Maruti Suzuki WagonR পারিবারিক গাড়ির ক্ষেত্রে বাজারসেরা। চলতি অর্থবছরে এখনো পর্যন্ত মোট 1,21,496টি ওয়াগন আর বিক্রি হয়েছে। দাম কম এবং একগুচ্ছ ফিচারস থাকার কারণে এই বিক্রি। কিন্তু জানিয়ে দিই যে, 5.50 লাখের এই গাড়ির অ্যাডাল্ট সেফটি রেটিং 1 স্টার এবং চাইল্ড সেফটি রেটিং 0 স্টার। তাই আগামী সময়ে WagonR এ চাপার আগে দুবার ভাবতে হবে আপনাকে।

Back to top button