TRENDS
Advertisement

26 কিমি মাইলেজ সহ মারুতির এই দুর্দান্ত গাড়ি নিয়ে যান ন্যূনতম দামে, কিনলেই পয়সা উসুল

ভারতের বাজারে একাধিক সুপারহিট গাড়ি লঞ্চ করেছে মারুতি সুজুকি। দেশের প্রায় সমস্ত সেগমেন্টেই একচ্ছত্র রাজ রয়েছে রয়েছে তাদের। আজ আমরা মারুতি সুজুকির সুপারহিট S-Presso গাড়িটিকে নিয়ে বলতে চলেছি। গাড়িটি CNG…

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে একাধিক সুপারহিট গাড়ি লঞ্চ করেছে মারুতি সুজুকি। দেশের প্রায় সমস্ত সেগমেন্টেই একচ্ছত্র রাজ রয়েছে রয়েছে তাদের। আজ আমরা মারুতি সুজুকির সুপারহিট S-Presso গাড়িটিকে নিয়ে বলতে চলেছি। গাড়িটি CNG এবং Petrol, উভয় ভার্সনের সাথেই বাজারে আসে। বেশ ভালই ফ্যানবেস রয়েছে এই গাড়ির।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ফিচারস : S-Presso গাড়িতে একটি বিলাসবহুল গাড়ির মতো একটি বড় 7-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। গাড়িটি মোট 6টি কালারটোনের সাথে উপলব্ধ।26 কিমি মাইলেজ সহ মারুতির এই দুর্দান্ত গাড়ি নিয়ে যান ন্যূনতম দামে, কিনলেই পয়সা উসুল

ইঞ্জিন : Maruti S-Presso এর পেট্রোল সংস্করণটি 1 লিটার ইঞ্জিনের সাথে আসে। সেখানে মোট 68 PS পাওয়ার সহ 90 Nm টর্ক উৎপন্ন করে। Maruti S-Presso-এর CNG সংস্করণটির সর্বোচ্চ শক্তি 66bhp PS এবং সেটি মোট 89 Nm টর্ক তৈরি করতে সক্ষম।

মাইলেজ : Maruti S-Presso-এর 1-লিটার পেট্রোল সংস্করণটি 25.30kmpl মাইলেজ দেয়, সেখানে CNG তে আপনি 32.73km/kg মাইলেজ পেয়ে যাবেন।

নিরাপত্তা : গাড়িতে নিরাপত্তার জন্য রয়েছে এয়ারব্যাগ এবং পেছনের দিকে থাকছে পার্কিং সেন্সর। ABS এবং EBD এর সুবিধাও পেয়ে যাচ্ছেন S-Presso তে।26 কিমি মাইলেজ সহ মারুতির এই দুর্দান্ত গাড়ি নিয়ে যান ন্যূনতম দামে, কিনলেই পয়সা উসুল

দাম : গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 4.26 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের জন্য আপনাকে 5.99 লক্ষ টাকা খরচ করতে হবে।

About Author