ভারতের বাজারে একাধিক সুপারহিট গাড়ি লঞ্চ করেছে মারুতি সুজুকি। দেশের প্রায় সমস্ত সেগমেন্টেই একচ্ছত্র রাজ রয়েছে রয়েছে তাদের। আজ আমরা মারুতি সুজুকির সুপারহিট S-Presso গাড়িটিকে নিয়ে বলতে চলেছি। গাড়িটি CNG এবং Petrol, উভয় ভার্সনের সাথেই বাজারে আসে। বেশ ভালই ফ্যানবেস রয়েছে এই গাড়ির।
ফিচারস : S-Presso গাড়িতে একটি বিলাসবহুল গাড়ির মতো একটি বড় 7-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে। গাড়িটি মোট 6টি কালারটোনের সাথে উপলব্ধ।
ইঞ্জিন : Maruti S-Presso এর পেট্রোল সংস্করণটি 1 লিটার ইঞ্জিনের সাথে আসে। সেখানে মোট 68 PS পাওয়ার সহ 90 Nm টর্ক উৎপন্ন করে। Maruti S-Presso-এর CNG সংস্করণটির সর্বোচ্চ শক্তি 66bhp PS এবং সেটি মোট 89 Nm টর্ক তৈরি করতে সক্ষম।
মাইলেজ : Maruti S-Presso-এর 1-লিটার পেট্রোল সংস্করণটি 25.30kmpl মাইলেজ দেয়, সেখানে CNG তে আপনি 32.73km/kg মাইলেজ পেয়ে যাবেন।
নিরাপত্তা : গাড়িতে নিরাপত্তার জন্য রয়েছে এয়ারব্যাগ এবং পেছনের দিকে থাকছে পার্কিং সেন্সর। ABS এবং EBD এর সুবিধাও পেয়ে যাচ্ছেন S-Presso তে।
দাম : গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 4.26 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের জন্য আপনাকে 5.99 লক্ষ টাকা খরচ করতে হবে।