Read In
Whatsapp
Car News

বাজারের সেরা পাঁচটি বিক্রি হওয়া গাড়ির চারটি একই ব্র্যান্ডের! কেনার কথা ভাবলে তালিকা দেখে নিন

ভারতের বাজারে সবথেকে বেশি গাড়ি বিক্রি করে মারুতি সুজুকি। যদিও বৈদ্যুতিক গাড়ির মার্কেটে তাদের উপস্থিতি নেই। কিন্তু জ্বালানি চালিত গাড়ি, সে পেট্রোল বা ডিজেল অথবা সিএনজি, যাই হোক না কেন সর্বাধিক বিক্রি Maruti Suzuki এরই। কিন্তু আপনি কি জানেন দেশের শীর্ষ 5টি বেস্ট সেলিং গাড়ি কোনগুলো? চলুন তাহলে দেখে নেওয়া যাক।

Maruti Suzuki wagon R
শুধু বেস্ট সেলিং নয় , একইসাথে বেস্ট মাইলেজ গাড়ির দৌড়েও রয়েছে Maruti Suzuki এর এই গাড়ি। পারিবারিক গাড়ি হিসেবে আদর্শ WagonR এর দাম শুরু হচ্ছে 5.54 লক্ষ টাকা থেকে। 1197 সিসির ইঞ্জিন সহ 24.35 কিমি মাইলেজ পাওয়া যায় এই গাড়িতে।

Maruti Suzuki Swift
মারুতি সুজুকি এর দুর্দান্ত হ্যাচব্যাক গাড়ি সুইফট। ভারতের বাজারে বিগত বহু সময় ধরে বেস্ট সেলার গাড়িটি। মাত্র 6 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে গাড়িটির মাইলেজ 22.56 kmpl। Wagon R এর মতো একই 1197 সিসির ইঞ্জিন রয়েছে Swift গাড়িতে। উল্লেখ্য যে, আগামি বছরই Swift এর নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে Maruti Suzuki, সেক্ষেত্রে পুরানো ভার্সনের দাম আরো খানিকটা কমতে চলেছে।

Maruti Suzuki Baleno
Baleno তে 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। Baleno ইঞ্জিনটি 88.5 Bhp শক্তি এবং 113 Nm টর্ক উৎপন্ন করে। পেট্রোল ভার্সনে মাইলেজ রয়েছে 22.94 kmpl। বেস মডেলটির এক্স শোরুম দাম রয়েছে 6.61 লক্ষ টাকা।

Maruti Suzuki Brezza
মারুতি সুজুকি Brezza গাড়িটির চাহিদা বেড়েছে অনেকখানি। Brezza তে শক্তিশালী 1.5 L NA পেট্রোল ইঞ্জিন রয়েছে আর এই ইঞ্জিন মোট 136 Nm পিক টর্ক সহ 99.2 bhp শক্তি উৎপন্ন করে। Brezza গাড়িটির দাম শুরু হচ্ছে 7 লক্ষ টাকা থেকে 13 লক্ষ টাকা পর্যন্ত।

Back to top button