TRENDS
Advertisement

আসছে Tata Harrier এবং Safari-র Facelift ভার্সন, পাবেন এই বিশেষ সুবিধাগুলো

কী কী ফিচারস এবং সুবিধার সাথে আসছে টাটা মোটরসের দুই গাড়ি? দেখে নিন বিস্তারিত

Published By: Ritwik | Published On:

টাটা মোটরস সম্প্রতি তাদের লেটেস্ট সাফারি এবং হ্যারিয়ারের ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছে বাজারে। আরও অনেক বেশি প্রিমিয়াম এবং লাক্সারি লুকের সাথে গাড়ি দুটি এসেছে। প্রায় একই ইঞ্জিনের সাথে এসেছে টাটা মোটরসের দুই গাড়ি। হ্যারিয়ার ভারি এবং নতুন ধরণের ফ্রন্ট ফেসিয়া সহ ডে টাইম রানিং লাইট দিয়ে সজ্জিত হয়েছে। আসছে Tata Harrier এবং Safari-র Facelift ভার্সন, পাবেন এই বিশেষ সুবিধাগুলো

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টাটা মোটরসের Harrier গাড়িতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, 7টি এয়ারব্যাগ এবং একটি টাচ-কন্ট্রোল প্যানেল রয়েছে। টাটা হ্যারিয়ার এবং সাফারি এর ফেসলিফ্ট ভার্সনগুলো চারটি ভেরিয়েন্টে উপলব্ধ। এগুলো হলো স্মার্ট, পিওর, অ্যাডভেঞ্চার এবং ফিয়ারলেস মোড। দুটি SUV-তে প্রায় একই ধরণের এক্সটারনাল এবং ইন্টারনাল ডিজাইন রয়েছে।আসছে Tata Harrier এবং Safari-র Facelift ভার্সন, পাবেন এই বিশেষ সুবিধাগুলো

হ্যারিয়ারে নতুন স্টিয়ারিং হুইল, 12.3-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি 10.25-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে৷ সাফারিতেও একই ফিচারস এবং চারটি ভেরিয়েন্টে আসে। রিডিজাইনড হ্যারিয়ার এবং সাফারি ফেসলিফ্টগুলি আরও প্রিমিয়াম লুক, মসৃণ LED ডে টাইম রানিং লাইট এবং টেল ল্যাম্প সহ আসে। হ্যারিয়ার গাড়িতে একটি 10-স্পীকার JBL অডিও সিস্টেমও রয়েছে। সাফারিতে নেভিগেশনাল ডিসপ্লে সহ একটি 10.25-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।আসছে Tata Harrier এবং Safari-র Facelift ভার্সন, পাবেন এই বিশেষ সুবিধাগুলো

দুই গাড়িতেই নানান নতুন বৈশিষ্ট্য এবং উন্নত ড্রাইভার সহায়তা সিস্টেম (ADAS) এর সাথে আসে। Tata Harrier এবং Safari ফেসলিফ্ট SUV গাড়িতে 2.0-লিটার 4-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 168 bhp শক্তি এবং Nm টর্ক উৎপন্ন করে৷ 6-স্পীড ম্যানুয়াল বা 6-স্পীড অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে যুক্ত রয়েছে ইঞ্জিনটি। 25 হাজার টাকা টোকেন মানি দিয়ে গাড়ি দুটি বুকিং করতে পারেন আপনি।

About Author