Read In
Whatsapp
Car News

অমিত শাহ, রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব, ৩ জনেই ঘুরেন এই গাড়ি চড়ে! জেনে নিন দাম ও বিশেষত্ব

ভারতীয় রাজনীতিবিদরা খুব একটা সাধারণ জীবনযাপন করেননা। তাদের জীবন শৈলী কিন্তু বেশ বৈচিত্র্যময়। এর মধ্যে অনেকের গাড়ির কালেকশন এতটাই বেশি যা দেখলে চোখ কপালে উঠবে সাধারণ মানুষের। এমনকি গাড়ির এই কালেকশন হার মানাবে বড় বড় ফিল্মস্টার ও খেলোয়াড়দেরও। তবে এসবের মধ্যেই একটি কমন গাড়িও আছে। যা ব্যবহার করেন ভারতের তিন আলোচিত রাজনৈতিক নেতা অমিত শাহ, রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব।

একটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার কাঁধে গোটা দেশের দায়ভার। অন্যদিকে রাহুল গান্ধী হলেন গান্ধী পরিবারের সবচেয়ে ছোট সদস্য। এদিকে অখিলেশ যাদব হলেন প্রবীণ রাজনীতিবিদ মুলায়ম সিং যাদবের পুত্র এবং সমাজবাদী পার্টির প্রধান মুখ। এই তিন নেতাকেই দেখা যায় জাপানি সংস্থা টয়োটার একটি বিখ্যাত গাড়ি চড়তে।

এই তিন জনেরই অত্যন্ত পছন্দের গাড়ি হল Toyota Land Cruiser। গোটা বিশ্ববাজারে তো বটেই পাশাপাশি ভারতীয় নেতাদেরও অত্যন্ত পছন্দের এই SUV গাড়ি। বহু নামি তারকার গ্যারাজেও দেখা যায় এই চারচাকাকে। উদাহরণস্বরূপ, আমির খান, নভজ্যোত সিং সিধু এবং চিরঞ্জীবীর কাছেও রয়েছে এই টয়োটো কার।

গাড়িপ্রেমীরা অনেকেই হয়ত জানেন যে, অন্যতম বিলাসবহুল গাড়ি হিসাবে বিবেচনা করা হয় ল্যান্ড ত্রুজারকে। যার কেবল 1টি ভেরিয়েন্টই বিক্রি হয় বাজারে। আরও অবাক করা বিষয় হল যে, সাল 1951 থেকেই এই চারচাকা উৎপাদন করছে টয়োটা। এইমুহুর্তে ভারতে এর অষ্টম জেনারেশনটি উপলব্ধ রয়েছে। Toyota Land Cruiser 300 নামের এই SUV-র বর্তমান বাজারদর প্রায় 2.10 কোটি টাকা (এক্স-শোরুম)।

গাড়িটিতে রয়েছে 3.3 লিটার 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন যা সর্বাধিক 304 ব্রেক হর্সপাওয়ার এবং 700 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। সাথে দেওয়া হয়েছে 10 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। এদিকে গাড়িটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি প্রায় 110 লিটার। এইসবের পাশাপাশি গাড়িটিতে দেওয়া হয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রূজ কন্ট্রোল, নেভিগেশন সিস্টেম, সান রুফ, মুন রুফ, বড় টাচস্ক্রিন, ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস কানেক্টিভিটি ইত্যাদি স্মার্ট ফিচার্স।

পাশাপাশি এই গাড়ির সেফটি ফিচার্সও নজরকাড়া। যাত্রী সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে 10টি এয়ারব্যাগ, অ্যান্টি থেফট এলার্ম, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সিট বেল্ট ওয়ার্নিং ট্র্যাকশন কন্ট্রোল, টায়ার প্রেশার মনিটর সিস্টেম ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল, ক্র্যাশ সেন্সর, ক্লাচ লক, স্পিড এলার্ট, হেডস-আপ ডিসপ্লে এবং 360 ডিগ্রি ক্যামেরা। ক্র্যাশ টেস্ট অনুযায়ী টয়োটা ল্যান্ড ত্রুজারের সেফটি রেটিং হচ্ছে 5 স্টার। এখন বুঝলেন তো কেন এই গাড়ি সকলের এত পছন্দ!

Back to top button