গাড়ির জগতে বিভিন্ন নতুন নতুন টেক আসছে। লেটেস্ট আপডেট হিসেবে এসছে EV এবং তারপর স্বয়ংচালিত গাড়ি। বহু কোম্পানিই তাদের স্বয়ংচালিত গাড়ি উদ্ভাবন করছে। তারমধ্যে শীঘ্রই অর্থাৎ পুজোর আগেই কিছু গাড়ি বাজারে আসছে যা বেশ উত্তেজনা পূর্ন। আপনাদের জন্য আসন্ন গাড়িগুলোর একটি তালিকা বানিয়েছি আমরা। চলুন দেখে নেওয়া যাক।
1) TATA Nexon Facelift এবং Nexon EV Facelift : ফেসলিফ্ট ভার্সনের মধ্যে আসন্ন সময়ে টাটা তাদের নতুন Nexon নিয়ে আসতে চলেছে। গাড়িটির পেট্রোল ভার্সনে থাকছে একদম নয়া ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন। সাথে শক্তিশালী 1.2L এর টার্বো-পেট্রোল ইঞ্জিনও রয়েছে নতুন গাড়িতে। Nexon EV তে আগের মতোই EV এর পাওয়ারট্রেন বিকল্পগুলি থাকছে এবং নিরাপত্তার ওপর আরো জোর দিচ্ছে টাটা। আগামী 14 সেপ্টেম্বর গাড়িটি লঞ্চ হবে।
2) Honda Elevate: গত মাসেই বাজারে এসেছে এই SUV। 10-12 লাখের বাজেটে সেরা SUV প্রতিপন্ন হতে পারে Elevate। এখানে আপনি 1.5L NA 4-সিলিন্ডার VTEC পেট্রোল ইঞ্জিন পাবেন, যা মোট 121 PS শক্তি এবং 145 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।
3) Maruti Suzuki: Maruti Suzuki একগুচ্ছ গাড়ির সম্ভার নিয়ে তৈরি। তালিকায় রয়েছে Fronx, Jimny এবং invicto। এর মধ্যে Invicto গাড়িটি 7 আসনের এবং সেটির দাম রয়েছে 24.82 লক্ষ টাকা থেকে 28.43 লক্ষ টাকা। Fronx গাড়িটি মিলবে 7.5 লক্ষ টাকা থেকে 13.13 লক্ষ টাকার বাজেটে।