Read In
Whatsapp
Car News

ব্যাপক অফার দিচ্ছে মারুতি সুজুকি, এই গাড়ির ওপর মিলবে 68 হাজার টাকা পর্যন্ত ছাড়!

সামনেই উৎসবের মরশুম। কদিন পর দুর্গাপুজো এবং নবরাত্রি আর তার কিছুদিন পরই দীপাবলি। তেই অবস্থায় লম্বা ছাড়ের ঘোষণা করেছে মারুতি সুজুকি। একগুচ্ছ গাড়ির ওপর লম্বা ছাড় দিয়েছে তারা। চলুন দেখে নেওয়া যাক কোন গাড়িতে ছাড়ের পরিমাণ কত।

Maruti Suzuki Brezza
Brezza এর দারুণ চাহিদা রয়েছে মার্কেটে। তাই আগের নার সেলের সময় ব্রেজ্জা সেরকম পাত্তা পায়নি। কিন্তু এবার সেখানেও চার দিয়েছে মারুতি সুজুকি। পেট্রোল MT এবং AMT ভেরিয়েন্টগুলির জন্য 45,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। সিএনজি ভেরিয়েন্টে এই ছাড়ের পরিমাণ 20,000 টাকা।

Maruti Suzuki Alto K10
গতবছর আগস্ট মাসেই লঞ্চ হয় গাড়িটি। Alto K10-এর সমস্ত ম্যানুয়াল ভ্যারিয়েন্টে 68 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে মারুতি সুজুকি। অটোম্যাটিক ট্রান্সমিশনের গাড়িতে ছাড় পাওয়া যাবে 53,000 টাকা। এছাড়া গাড়িটির CNG ভার্সনেও 53 হাজার টাকার বিপুল ছাড় রয়েছে।

Maruti Suzuki S-Presso
S-Presso তে সর্বোচ্চ ছাড়ের অংক 68000 টাকা। পেট্রোল এবং CNG, উভয় ভার্সনের ম্যানুয়াল ট্রান্সমিশনে এই ছাড় পাওয়া যাচ্ছে। MT এবং AMT উভয় ট্রান্সমিশনেই মিলবে 51 হাজার টাকার ছাড়।

Maruti Suzuki Wagon R
মারুতি সুজুকি ওয়াগন আর গাড়ির সমস্ত পেট্রোল ভেরিয়েন্টে 46,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। CNG ভার্সনের VXi এবং LXi ভেরিয়েন্টে 52,000 টাকা এবং পেট্রোল AMT ট্রান্সমিশনে 27 হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। CNG ভেরিয়েন্টে 58,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে।

Maruti Suzuki Swift
Swift গাড়িটির সমস্ত পেট্রোল-ম্যানুয়াল ভেরিয়েন্টে 42000 টাকার ছাড়ের ঘোষণা করেছে মারুতি সুজুকি। পেট্রোল AMT এবং LXi ম্যানুয়ালে 47 হাজার টাকা ছাড় পাবেন। CNG ভ্যারিয়েন্টে ছাড়ের অংক 33,000।

Maruti Suzuki Dzire
Dzire-এর AMT এবং মত, উভয় ভেরিয়েন্টেই 17,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি সুজুকি। CNG ভেরিয়েন্টে কোন ছাড় পাওয়া যাচ্ছে না।

Back to top button