TRENDS
Advertisement

টোল ট্যাক্স থেকে ছাড় পেয়ে যান এই 25 জন, জানতেন আপনি? না জানলে দেখে নিন সম্পূর্ন তালিকা

দেশের হাইওয়ে বা এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য টাকা দিতে হয়। বিভিন্ন গাড়ি নিয়ে পেরোনোর সময় এই টাকা দিতে হয় টোল ট্যাক্স বাবদ। প্রতিটি যানবাহনকেই এই টাকা দিতে হয়। আসলে রাস্তার মেরামত…

Published By: Ritwik | Published On:

দেশের হাইওয়ে বা এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য টাকা দিতে হয়। বিভিন্ন গাড়ি নিয়ে পেরোনোর সময় এই টাকা দিতে হয় টোল ট্যাক্স বাবদ। প্রতিটি যানবাহনকেই এই টাকা দিতে হয়। আসলে রাস্তার মেরামত করার জন্য এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে এই টাকা নেওয়া হয়। টোল ট্যাক্স থেকে ছাড় পেয়ে যান এই 25 জন, জানতেন আপনি? না জানলে দেখে নিন সম্পূর্ন তালিকা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টোল পেরোনোর সময় ট্যাক্স জমা না করলে তা অপরাধ হিসেবে পরিগণিত হয়। এই ট্যাক্স জমা করে ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে, দেশে এমন 25 জন রয়েছেন যাদের এই ট্যাক্স দেওয়ার দরকার পড়েনা। কিন্তু কারা সেই 25 জন? চলুন তাই জেনে নেওয়া যাক।

যে 25 জনকে কোনো টোল ট্যাক্স দিতে হয়না তাদের তালিকা দেওয়া হলো নীচে
1. রাষ্ট্রপতি
2. উপরাষ্ট্রপতি
3. প্রধানমন্ত্রী
4. রাজ্যের গভর্নর
5. কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী
6. প্রধান বিচারপতি
7. কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
8. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
9. রাজ্যের মুখ্যমন্ত্রী
10. লোকসভার স্পিকার

11. ভারতের সরকারের সচিব
12. কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর
13. পূর্ণ জেনারেল বা সমতুল্য পদে অধিষ্ঠিত চিফ অফ জেনারেল
14. রাজ্যের আইন পরিষদের চেয়ারম্যান
15. রাজ্যের বিধানসভার স্পিকার
16. হাইকোর্টের প্রধান বিচারপতি
17. সংসদ সদস্য
18. সেনা কমান্ডার
19. রাষ্ট্রীয় সফরে বিদেশী বিশিষ্টি ব্যক্তি
20. সেনাবাহিনীর ভাইস চিফ
21. রাজ্য সরকারের মুখ্য সচিব

টোল ট্যাক্স থেকে ছাড় পেয়ে যান এই 25 জন, জানতেন আপনি? না জানলে দেখে নিন সম্পূর্ন তালিকা

22. সেক্রেটারি কাউন্সিল অফ স্টেট
23. সেক্রেটারি হাউস অফ পিপল
24. রাজ্যের আইনসভার সদস্য
25. পরম বীর চক্র, অশোক চক্র, মহা বীর চক্র, কীর্তি চক্র, বীর চক্র এবং শৌর্য্য চক্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি

টোল ট্যাক্স থেকে ছাড় পেয়ে যান এই 25 জন, জানতেন আপনি? না জানলে দেখে নিন সম্পূর্ন তালিকা

অবশ্য শুধু এই 25 জনই নয়, এছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে টোল ট্যাক্স জমা করতে হয় না। তালিকার মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, আর্মি অ্যান্ড এয়ার ফোর্স অ্যাক্ট 1901 অনুযায়ী যারা ছাড় পাবেন তারা সহ আধাসামরিক বাহিনী, পুলিশ-সহ কেন্দ্র ও রাজ্যর সশস্ত্র বাহিনী, ম্যাজিস্ট্রেট, দমকল বিভাগ এবং সেইসাথে অ্যাম্বুলেন্স সহ সরকারি বিভিন্ন দপ্তর।

About Author