TRENDS
Advertisement

পেট্রোল আর CNG এর দিন শেষ! 3টি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে টাটা মোটরস

এক দুটো নয় তিনটি বৈদ্যুতিক গাড়ি আসছে বাজারে, দেখে নিন কী কী ফিচারস থাকবে সেখানে

Published By: Ritwik | Published On:

সামনেই দীপাবলির মরশুম। আর তার আগে 3টি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ আনছে টাটা মোটরস। বাজারে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদা পূরণে হাজির তারা। শীঘ্রই আসছে Tata Punch, Curvv এবং Harrier এর EV ভার্সন। চলুন এই তিন গাড়ি নিয়ে কি জানা যাচ্ছে দেখে নেওয়া যাক।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Tata Punch EV  পেট্রোল আর CNG এর দিন শেষ! 3টি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে টাটা মোটরস   
Tata Punch EV টাটা মোটরসের প্রথম EV হতে চলেছে যেখানে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট থাকবে। বাকি সমস্ত আপডেট জ্বালানি চালিত গাড়ির মতোই থাকবে। গাড়িতে নতুন স্টিয়ারিং হুইল, ক্যাপাসিটিভ HVAC control এবং একটি বড় টাচ স্ক্রিন থাকবে। দুটি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে Punch EV।

Tata Curvv EV  পেট্রোল আর CNG এর দিন শেষ! 3টি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে টাটা মোটরস   
আগামী বছর লঞ্চ হবে Tata Curvv EV। সেখানে একটি টুইন ইলেকট্রিক মোটর সেটআপ থাকবে। গাড়িটিতে অল-হুইল-ড্রাইভ কনফিগারেশনও পাওয়া যাবে। গাড়িটি একবার চার্জে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। গাড়ির ডিজাইন 2023 অটো এক্সপোতে প্রদর্শিত কার্ভ থেকে অনুপ্রাণিত হবে।

Tata Harrier EV  পেট্রোল আর CNG এর দিন শেষ! 3টি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে টাটা মোটরস    
2023 অটো এক্সপোতে Harrier EV ধারণাটি সবথেকে প্রথমে সামনে আসে। গাড়িটি 4×4 ক্ষমতাসম্পন্ন। সম্প্রতি লঞ্চ হওয়া Nexon এবং Nexon EV ফেসলিফ্টগুলি হ্যারিয়ার ইভি ধারণা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরী হয়। Harrier EV 2024 সালে বাজারে আসতে পারে। 500 কিলোমিটারের বেশি মাইলেজ থাকবে গাড়িতে।

About Author