সম্প্রতি, Citroen India ভারতের বাজারে নিজেদের বেস্ট সেলিং গাড়ি Citroen C3 Aircross SUV লঞ্চ করেছে৷ 9.99 লক্ষ টাকার এক্স-শোরুম দামের সাথে শুরু হয় C3 Aircross এর দাম। তিনটি ভেরিয়েন্টে গাড়িটি অফার করে কোম্পানি। আগামী 15 অক্টোবর থেকে ডেলিভারিও শুরু হবে। যে বাজেট এবং সেগমেন্টে গাড়িটি লঞ্চ হয়েছে তাতে Citroen C3 Aircross বড় প্রতিযোগিতা দেবে Hyundai Creta-কে। কিন্তু মুখোমুখি সংঘাতে কোন গাড়ি এগিয়ে?

Citroen C3 Aircross মোট তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এগুলো হলো You, Plus এবং Max। বেস You এবং Plus ভেরিয়েন্টের দাম 11.5 লক্ষ টাকা থেকে শুরু হতে পারে। Max ভেরিয়েন্টের দাম 12.5 লক্ষ টাকা থেকে শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
অন্যদিকে Hyundai Creta মোট ছয়টি ভেরিয়েন্টের সাথে আসে। এগুলো হলো, E, EX, S, S+, SX, এবং SX (O)। এই গাড়িগুলোর দাম 10.9 লক্ষ টাকা থেকে 17.5 লক্ষ টাকা। উল্লেখ্য যে, C3 Aircross 5 এবং 7-সিটার উভয় কনফিগারেশনেই পাওয়া যাবে। কিন্তু Creta কেবল 5 সিটার অপশনের সাথেই আসে।
C3 Aircross এ 10.2-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের সাথে ওয়্যারলেস Apple CarPlay/Android Auto, 7-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যায়। নিরাপত্তার জন্য 2টি এয়ারব্যাগ, ABS, EAC, হিল-হোল্ড অ্যাসিস্ট, TPMS এবং পার্কিং সেন্সর রয়েছে।
Hyundai Creta তেও 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সেমি-ডিজিটাল ক্লাস্টার, DRL সহ LED হেডল্যাম্প পাওয়া যায়। 6টি এয়ারব্যাগ, রিয়ার ডিস্ক ব্রেক, হিল হোল্ড অ্যাসিস্ট, ABS, EBS এবং TCS এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্য দিয়েছে Hyundai।

দুটি গাড়িই দারুণ ফিচারসের সাথে আসে। কিন্তু C3 Aircross এর পুরোপুরি দাম জানা না যাওয়ার কারণে এক্ষেত্রে পুরোপুরি তুলনা করা সম্ভব হয়নি। তবে দুটি গাড়িই দারুণ ফিচারস এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে আসে। এখন দেখার গ্রাহকদের কাছে কোনটি বেশী আকর্ষণীয় হয়ে ওঠে।