মিড সেগমেন্ট Punch একটি দারুণ গাড়ি। টাটা মোটরসের এই গাড়িটি যেমন বিলাসবহুল তেমনই শক্তিশালী ফিচারসের সাথে আসে। কম দামে দূর্দান্ত শক্তি এবং আকর্ষণীয় ডিজাইন গাড়িটি বিক্রির প্রধান USP। আকারে একটু ছোট হলেও 5 জনের যাতায়াতের ক্ষেত্রে অঢেল জায়গা রয়েছে এই গাড়িতে। বুট স্পেসও মন্দ নয়। জ্বালানি চালিত Punch এর সাথে Punch EV গাড়িটিও বাজারে হাইপ তৈরি করেছে।

Tiago এবং Nexon এর পর এবার Punch EV নিয়ে আসছে টাটা মোটরস। চলতি বছরেই গাড়িটি লঞ্চ হতে পারে। দীপাবলির সময় বাজারে আসতে পারে বৈদ্যুতিক Punch। টাটা মোটরস বিষয়টি নিয়ে কিছু না জানালেও মিডিয়ার তরফে খবর জানা গিয়েছে। এছাড়া গাড়িটির Spy-testing করতে দেলহা গিয়েছে।
জানা যাচ্ছে যে, Punch গাড়িতে টিয়াগোর সমান ব্যাটারি প্যাক দেওয়া হবে। অর্থাৎ 28kwh এর ব্যাটারি প্যাক রাখা হতে পারে। সেই হিসেব অনুযায়ী Tata Punch মোট 300 থেকে 320 কিমির মাইলেজ দিতে সক্ষম। এছাড়া উল্লেখ্য, পেট্রোল ভার্সনের সমস্ত গুরুত্বপূর্ণ ফিচারস থাকছজে এই গাড়িতে। পেট্রল মডেলের মতো Punch EV তেও চারটি ভেরিয়েন্ট দেখা যেতে পারে।
গাড়িতে ফাস্ট চারজিংয়ের জন্য থাকছে 3.3kw অথবা 7.2kw এর চার্জার। এছাড়া 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ওয়্যারলেস ফোন চার্জার এর মতো ফিচারসও দেখা যাবে এখানে। উল্লেখ্য, গাড়িটির দাম 12 লাখ থেকে 14.60 লাখের আশেপাশে থাকবে।
প্রসঙ্গত পেট্রোল চালিত Punch গাড়িতে 1199 সিসির ইঞ্জিন রয়েছে যা 117.74 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। অফ রোদিংয়ের জন্য 187mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে টাটা পাঞ্চ সেগমেন্টর লিডার। 5 Star নিরাপত্তা পাওয়া যায় গাড়িতে। পিছনের দিকে Power Window এবং সামনে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগও রয়েছে। Punch EV এর পারফরম্যান্স জ্বালানি চালিত Punch এর আশেপাশেই থাকবে।