গাড়ি কেনার আগে নানান বিষয়ে খোঁজ নিয়েই কেনা উচিৎ। এক্ষেত্রে সেটির মাইলেজ, কমফোর্ট, ফিচারস নিয়ে ঠিকঠাক খোঁজ নিয়ে নেওয়া দরকার আগেভাগে। একইদামে বিভিন্ন গাড়ি থাকলেও কোনটি সেরা তা নির্ভর করবে সেগুলোর ফিচারসের ওপর।
বর্তমানে ভারতের বাজারে নানান কোম্পানি উপস্থিত রয়েছে। আর সেগুলো একগুচ্ছ গাড়ি লঞ্চ করেছে। আসন্ন নতুন বছরের সময়ে গাড়ি কেনার পরিকল্পনা করলে আগেভাগেই দেখে রাখুন নিজের পছন্দের গাড়ি। সেক্ষেত্রে অফার থাকলে কোনো সময় নষ্ট না করে তড়িঘড়ি সেটির ফায়দা নিতে পারবেন আপনি।
বর্তমানে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর হয়ে ওঠেছে 10 লাখের সেগমেন্ট। এখানে একগুচ্ছ গাড়ি লঞ্চ করেছে টাটা, মারুতি, রেনল্ট ইত্যাদি সংস্থা। কিন্তু আপনি কোন গাড়িতে নজর রাখবেন বুঝে ওঠতে না পারলে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছে সেরা 10 টি গাড়ির তালিকা। CNG থেকে Diesel, Petrol সমস্ত ধরণের ইঞ্জিন রয়েছে এই তালিকায়। চলুন তাহলে তালিকা দেখে নেওয়া যাক।
গাড়ি |
মাইলেজ |
দাম |
Maruti Celerio | 25.17 কিমি | 5.37 – 7.14 লাখ টাকা |
Maruti WagonR | 24.35 কিমি | 5.55 লাখ টাকা |
Maruti S-Presso | 24.12 কিমি | 4.26 লাখ টাকা |
Maruti Alto K-10 | 24.39 কিমি | 3.99 লাখ টাকা |
Tata Altroz | 23.64 কিমি | 6.60 লাখ টাকা |
Maruti Dzire | 22.41 কিমি | 6.52 লাখ টাকা |
Maruti Swift | 22.56 কিমি | 5.99 লাখ টাকা |
Maruti Baleno | 22.35 কিমি | 6.61 লাখ টাকা |
Renault Kwid | 22.3 কিমি | 4.70 লাখ টাকা |
Maruti Fronx | 22.89 কিমি | 7.47 লাখ টাকা |