খুব শীঘ্রই ভারতের বাজারে নতুন বেশ কিছু Compact SUV আসতে চলেছে। আপাতত এই সেগমেন্টের বিক্রি বাড়ায় বিভিন্ন কোম্পানীদের পাখির চোখ এই বাজার। আর তাই তো Kia, Hyundai, Tata Motors, Maruti Suzuki ইত্যাদি এই সেগমেন্টে গাড়ি লঞ্চ করছে। চলুন দেখে নেওয়া যাক কী কী গাড়ি আসছে বাজারে।
Tata Punch
টাটার কমপ্যাক্ট SUV Punch। গাড়িটির CNG ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে কয়েকদিন আগেই। পাঞ্চের নতুন EV ভার্সন টেস্টিং করতে দেখা গিয়েছে Tata Motors কে। নতুন Punch EV তে 2টি ব্যাটারি প্যাক থাকবে। ছোট ব্যাটারিটি 19.2kWh শক্তির সাথে আসে। সেটি একটি বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত থাকবে যা 61PS শক্তি এবং 110Nm টর্ক উৎপন্ন করবে। বড় 24kWh ব্যাটারি প্যাকের সাথে Punch মোট 75PS শক্তি এবং 114Nm টর্ক উৎপন্ন করবে।
Maruti Fronx
Fronx গাড়িটিতে 1.2 লিটার ইঞ্জিন রয়েছে যা মোট 100 bhp শক্তি উৎপন্ন করে। 6 গতির স্বয়ংক্রিয় ট্রান্সমিশন রয়েছে সহ Fronx এর দাম শুরু হচ্ছে 7.46 লক্ষ টাকা থেকে। CNG ভার্সনের দাম শুরু হচ্ছে 8.42 লাখ টাকার। CNG ভার্সনে গাড়ির মাইলেজ রয়েছে 28 কিমি প্রতি কেজি।
KIA Sonet Facelift
7.79 লক্ষ টাকা দামের সাথে আসছে KIA Sonet। নতুন এই গাড়িটি দারুণ ফ্যাশনেবল এবং ফিচার-প্যাকড SUV। 1.2-লিটার পেট্রোল, একটি 1.0-লিটার টার্বো-পেট্রোল এবং একটি 1.5-লিটার ডিজেল ইঞ্জিনের সাথে আসে। নিজের পছন্দমত ভার্সনটি কিনতে পারেন আপনি। সেইমতো দামও পরবর্তন হতে থাকে।
Hyundai Venue
হুন্ডাইয়ের কমদামি SUV Venue। গাড়িতে 1 লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন এবং 1.5 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। Venue গাড়িটি 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড iMT আর 7 স্পিড DCT ট্রান্সমিশনের সাথে আসে। 6টি এয়ারব্যাগ, টায়ার প্রেশার মনিটর সিস্টেম, ক্র্যাশ সেন্সর, 8 ইঞ্চি টাচস্ক্রিন এবং ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। Venue এর নতুন N-Line SUV লঞ্চ হবে 7.72 লাখের বাজেটে।
Honda Compact SUV
বহুদিন পর ভারতের বাজারে নতুন SUV এনেছে Honda। কিন্তু Elevate এর পর আরো একটি নতুন গাড়ি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। যা ভারতের বাজারে Honda কে আরো মজবুত পজিশনে নিয়ে যাবে। এখনো কিছু তথ্য জানা যায়নি তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী Honda WR-V গাড়িটি আসবে নতুন অবতারে। ইন্দোনেশিয়ান স্পেক মডেলের সাথেই গাড়িটি লঞ্চ করতে পারে হোন্ডা।