TRENDS
Advertisement

Car Discount Offer : জানুয়ারির বাম্পার অফার, 5 লাখের বাজেটে এই তিন গাড়িতেই ছাড় থাকছে 75 হাজার টাকা!

দীর্ঘদিন ধরে গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আজ আপনাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছি আমরা। এখানে এমন 3টি গাড়ির সম্বন্ধে জানাতে চলেছি যেখানে রয়েছে বাম্পার অফার। বাজেট সেগমেন্টে আসা তিন গাড়ির…

Published By: Ritwik | Published On:

দীর্ঘদিন ধরে গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আজ আপনাদের জন্য বড় সুখবর নিয়ে এসেছি আমরা। এখানে এমন 3টি গাড়ির সম্বন্ধে জানাতে চলেছি যেখানে রয়েছে বাম্পার অফার। বাজেট সেগমেন্টে আসা তিন গাড়ির ওপর 75 হাজার টাকা পর্যন্ত বিরাট অংকের ছাড়ের সুবিধা থাকতে চলেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন গাড়ির কথা হচ্ছে এবং কত ছাড় পাওয়া যাচ্ছে সেখানে (Car Discount Offer)।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ALTO K10 Car Discount Offer : জানুয়ারির বাম্পার অফার, 5 লাখের বাজেটে এই তিন গাড়িতেই ছাড় থাকছে 75 হাজার টাকা!
তালিকায় প্রথমেই রয়েছে Maruti Suzuki এর গাড়িটি। Alto K10 এ ছাড়ের অংক রয়েছে 30 হাজার টাকা। এছাড়া সেখানে যুক্ত হচ্ছে 15 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়া অতিরিক্ত 4 হাজার টাকা পর্যন্ত চার পাওয়া যেতে পারে। সবমিলিয়ে Alto K10 গাড়িটির দামের ওপর 49 হাজার টাকার ছাড় পাওয়া সম্ভব।

Citroen C3 Car Discount Offer : জানুয়ারির বাম্পার অফার, 5 লাখের বাজেটে এই তিন গাড়িতেই ছাড় থাকছে 75 হাজার টাকা!
Citroen C3 এর বেস মডেলের দাম শুরু হচ্ছে 6.16 লক্ষ টাকা থেকে। গাড়িটির টপ মডেলের দাম 9.08 লক্ষ টাকা। বর্তমানে এই গাড়িতে সর্বোচ্চ 75,000 টাকা পর্যন্ত ফ্ল্যাট ছাড় পাওয়া যাচ্ছে। C3 তে 19.3 kmpl পর্যন্ত মাইলেজ পাওয়া সম্ভব। উল্লেখ্য গাড়িতে 1198 সিসির ইঞ্জিন রয়েছে।

Hyundai Grand i10 Nios Car Discount Offer : জানুয়ারির বাম্পার অফার, 5 লাখের বাজেটে এই তিন গাড়িতেই ছাড় থাকছে 75 হাজার টাকা!
বর্তমানে Hyundai Grand i10 Nios গাড়িতে 40 হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই ছাড়ের মধ্যে রয়েছে 10 হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় এবং 10 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস। Grand i10 Nios এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 6.63 লক্ষ টাকা থেকে।

About Author