TRENDS
Advertisement

প্রথমবার গাড়ি কিনছেন? তাহলে আপনার জন্য সেরা কোনটি দেখে নিন Maruti Suzuki Dzire নাকি Tata Tigor

ভারতের বাজারে সেডান গাড়িগুলোর মার্কেট দিন দিন তলানিতে নামছে। কিছুটা হলেও ব্যাকফুটে গাড়িগুলো। আর সেই জায়গায় বাজার ধরছে কম্প্যাক্ট ডিজাইনের SUV গুলো। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী Tata Tigor এবং Maruti Suzuki…

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে সেডান গাড়িগুলোর মার্কেট দিন দিন তলানিতে নামছে। কিছুটা হলেও ব্যাকফুটে গাড়িগুলো। আর সেই জায়গায় বাজার ধরছে কম্প্যাক্ট ডিজাইনের SUV গুলো। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী Tata Tigor এবং Maruti Suzuki Dzire। 7 লক্ষ টাকার বাজেটে গাড়িদুটি লঞ্চ হয়েছে। এই দুই গাড়িই বেশ বিক্রি হচ্ছে দেশের বাজারে।প্রথমবার গাড়ি কিনছেন? তাহলে আপনার জন্য সেরা কোনটি দেখে নিন Maruti Suzuki Dzire নাকি Tata Tigor

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Tata Tigor গাড়িটি তার ডিজাইন এবং গুনমানের কারণে এখনো টিকে আছে। শক্তিশালী বিল্ড কোয়ালিটির সাথে সিগনেচার স্টাইল ব্যাক ডিজাইন নানান রঙের বিকল্পের সাথে আসে। Tigor গাড়িতে ইঞ্জিনও বেশ চিত্তাকর্ষক। সেখানে 1.2-লিটার রেভোট্রন পেট্রোল ইঞ্জিন রয়েছে যা দারুণ রাইডিং এক্সপেরিয়েন্স দেয় আর সাথে দুর্দান্ত মাইলেজও দেয়। প্রথমবার গাড়ি কিনছেন? তাহলে আপনার জন্য সেরা কোনটি দেখে নিন Maruti Suzuki Dzire নাকি Tata Tigor

গাড়ির অভ্যন্তরেও ফিচারসের কমতি নেই। সেখানে রয়েছে হারমান কার্ডন সাউন্ড সিস্টেম, অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম যা অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো উভয়কেই সমর্থন করে। নিরাপত্তার জন্য থাকছে ডুয়াল এয়ারব্যাগ, EBD এর সাথে ABS সহ রিয়ার পার্কিং সেন্সর।

ফিচারস এর ক্ষেত্রে পিছিয়ে নেই মারুতি সুজুকির Dzire। দীর্ঘ সময় ধরে গাড়িটি বাজারে নিজের স্থান গড়ে তুলেছে। সেখানে 1.2-লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন রয়েছে যা পারফরম্যান্স যেমন ভালো দেয় সেইসাথে জ্বালানি সাশ্রয়ীও বটে। দৈনন্দিন যাতায়াত এবং লং ড্রাইভের জন্য ব্যবহারিক ক্ষেত্রে গাড়িটিকে দারুণ করে তোলে। প্রথমবার গাড়ি কিনছেন? তাহলে আপনার জন্য সেরা কোনটি দেখে নিন Maruti Suzuki Dzire নাকি Tata Tigor

Dzire এও স্মার্টপ্লে স্টুডিও ইনফোটেইনমেন্ট সিস্টেম, অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল এবং কি লেস এন্ট্রির মত ফিচারস রয়েছে। নিরাপত্তার জন্য রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, EBD এর সাথে ABS এবং ISOFIX চাইল্ড সিট অ্যাঙ্কার। এখানে উল্লেখ্য যে, Dzire এবং Tigor 7 লাখের বাজেটে এলেও টাটার গাড়িতে 5Star সেফটি রেটিং রয়েছে। অন্যদিকে মারুতির গাড়িতে সেরকম কোনো ফিচারস নেই।

About Author