গাড়ির বাজারে অর্থাৎ চরচাকার ক্ষেত্রে ভারতের বাজার বিশ্বের প্রায় সমস্ত সংস্থার কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ির বাজারে পরিনত হয়েছে ভারত। আর তাই বড় বড় সমস্ত কোম্পানি এদেশে এসে ব্যবসা করতে ইচ্ছুক। বিভিন্ন সেগমেন্টে নানান গাড়ি লঞ্চ করছে গাড়িগুলো। তবে ভারতের বাজার বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেকখানিই আলাদা, এখানে ব্যবসা করতে গেলে আপনাকে দামের সাপেক্ষে উন্নত গাড়ি লঞ্চ করতে হবে।
ভারতের বাজারে মারুতি সুজুকির এতবড় সাফল্যের কারণ ছিল এটাই যে, তারা দাম অনুযায়ী দারুণ ফিচারসের গাড়ি নিয়ে আসে বাজারে। কিন্তু আজ আমরা মারুতি সুজুকি সম্পর্কে নয়, বরং এক অন্য ব্র্যান্ড নিয়ে কথা বলতে চলেছি। তাদের গাড়িগুলোও দেশের অন্দরে ব্যপক জনপ্রিয় এবং প্রাইস টু পারফর্ম্যান্স রেশিও অর্থাৎ দাম অনুযায়ী দারুণ ফিচারস অফার করে। সাশ্রয়ী মূল্যে উন্নত মানের গাড়ি লঞ্চ করে বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করে কোম্পানি।
আজ আমরা আপনাদের এমন এক গাড়ির সম্পর্কে বলতে চলেছি যা Alto K10 এর থেকেও বেশি সাশ্রয়ী। সাত আসনে এই গাড়িটি বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। গাড়িটির নাম রেনল্ট ট্রাইবার। ভারতীয় মধ্যবিত্তকে টার্গেট করেই নির্মাণ করা হয়েছে এই গাড়িটিকে। খুবই সাশ্রয়ী মূল্যে 7 আসনের গাড়িটি কিমি পারেন আপনি। বাজারে Triber এর বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 6.33 লক্ষ টাকা (Ex showroom) থেকে।
এবার সমস্ত অতিরিক্ত খরচ ধরলেও 7 আসনের গাড়িটির দাম পড়বে মাত্র 7 লক্ষ টাকা। আপনাকে যদি এই গাড়িটি কিনতে হয় তাহলেও রয়েছে একগুচ্ছ অফার। 2 লক্ষ টাকা ডাউনপেমেন্ট করলে বাকি টাকা 7 বছরের জন্য মাত্র 9% সুদে মাসিক 3752 টাকা দিয়েই শোধ করতে পারেন। ফলে বেশ সস্তায় গাড়িটি কিনতে পারেন আপনি। 20 কিমি মাইলেজ সহ 7 আসনের Triber গাড়িটি মধ্যবিত্তের জন্য একেবারে আদর্শ।