TRENDS
Advertisement

মাত্র 1 লক্ষ টাকায় কিনে আনুন Renault Kwid, করতে হবে এটুকু কাজ

গাড়ি কেনার স্বপ্ন হবে সাকার,1 লক্ষ টাকা দিলেই বাড়ি আসবে নতুন KWID গাড়ি

Published By: Ritwik | Published On:

প্রথমবারের জন্য যারা গাড়ি কিনছেন অনেকসময় তারা কনফিউজড থাকেন কোন গাড়ি কিনবেন তাই নিয়ে। এই নিয়ে বিস্তর গাড়ির খবর আমরা আপনাদের জানিয়েছি। বর্তমান বাজারে যেখানে সমস্ত গাড়িই SUV নামে পরিচিত সেখানে আপনার জন্য সেরা গাড়ি কি হতে পারে সেই নিয়ে বড়ই দ্বিধাগ্রস্ত অনেকে। আজ আমরা জানাবো কীভাবে সস্তায় সেরা গাড় কিনতে পারেন আপনি।মাত্র 1 লক্ষ টাকায় কিনে আনুন Renault Kwid, করতে হবে এটুকু কাজ

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আসলে আজ আমরা আপনাদের Ranault KWID গাড়িটির সম্পর্কে জানাতে চলেছি। বেশ শক্তিশালী গাড়িটির দাম রয়েছে 4.70 লক্ষ টাকা থেকে 6.33 লক্ষ টাকা। কিন্তু সস্তায় যে গাড়িটি কিনতে পারবেন সেটি সেকেন্ড হ্যান্ড গাড়ি হতে চলেছে। এরকম তিনটি KWID গাড়ির খোঁজ নিয়ে এসেছি আমরা।

মাত্র 1 লক্ষ টাকায় কিনে আনুন Renault Kwid, করতে হবে এটুকু কাজ

1) 2016 সালের দিল্লিতে রেজিস্টার্ড একটি গাড়ি রয়েছে। আর এই গাড়িটির দাম রয়েছে 1 লক্ষ টাকা।

2) আরো একটি ব্যবহৃত গাড়ি রয়েছে বাজারে। এটি 2017 সালের KWID। গাড়িটি দিল্লিতে রেজিস্টার্ড রয়েছে এবং সেটির দাম রয়েছে 1.6 লক্ষ টাকা।

মাত্র 1 লক্ষ টাকায় কিনে আনুন Renault Kwid, করতে হবে এটুকু কাজ

3) তৃতীয় অফারটি রয়েছে Cartrade এর ওয়েবসাইটে। সেখানে আপনি 2018 সালের একটি KWID গাড়ি কিনতে পারেন মাত্র 2.10 লক্ষ টাকার বিনিময়ে।

About Author