TRENDS
Advertisement

Car News: বর্ষশেষে কিনুন নতুন গাড়ি, এবার সস্তায় পাবেন এইসব সেরা ফিচারস

মারুতি সুজুকি এর হ্যাচব্যাক মারুতি সেলেরিও এমন একটি গাড়ি যা অল্প সময়ই বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। গাড়িটির জনপ্রিয় হওয়ার পিছনে অন্যতম কারণ এর অটো গিয়ার শিফট। AGS প্রযুক্তির কারণে শহরের…

Published By: Ritwik | Published On:

মারুতি সুজুকি এর হ্যাচব্যাক মারুতি সেলেরিও এমন একটি গাড়ি যা অল্প সময়ই বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। গাড়িটির জনপ্রিয় হওয়ার পিছনে অন্যতম কারণ এর অটো গিয়ার শিফট। AGS প্রযুক্তির কারণে শহরের মধ্যে চলার সময় বারংবার ক্লাচ দাবার প্রয়োজনীয়তা দূর করে সেলেরিও। Car News: বর্ষশেষে কিনুন নতুন গাড়ি, এবার সস্তায় পাবেন এইসব সেরা ফিচারস

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

নতুন সেলেরিও আরও শক্তিশালী ইঞ্জিন এবং মসৃণ AMT ট্রান্সমিশনের সাথে আসে। আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে গাড়িটি গ্রাহকদের কাছেও প্রিয় হয়ে উঠেছে। চলুন তাহলে গাড়িটির সম্পর্কে দেখে নেওয়া যাক।

Maruti Celerio তে রয়েছে তিনটি সিলিন্ডার সহ 998 cc ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি 5500 rpm-এ সর্বোচ্চ 65.71 bhp শক্তি এবং 3500 rpm-এ 89 Nm-এর পিক টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটির পেট্রোল ভেরিয়েন্ট 24.97 থেকে 26.68 kmpl এর মাইলেজ দিয়ে সক্ষম এবং CNG ভেরিয়েন্ট 35.6 km/kg মাইলেজ দেয়। Car News: বর্ষশেষে কিনুন নতুন গাড়ি, এবার সস্তায় পাবেন এইসব সেরা ফিচারস

313 লিটারের বুট স্পেস এবং অটোম্যাটিক ট্রান্সমিশন সহ নতুন সেলেরিও দারুণ সুবিধা এবং উন্নত দক্ষতা প্রদান করে। আকর্ষণীয় ডিজাইন এবং সাশ্রয়ী মূল্যের সাথে মারুতি সেলেরিও লাল, নীল, ধূসর, সাদা, সিল্ক এবং বাদামী সহ বিভিন্ন আকর্ষণীয় রঙের সাথে আসে।

Car News: বর্ষশেষে কিনুন নতুন গাড়ি, এবার সস্তায় পাবেন এইসব সেরা ফিচারস

গাড়িটির সামনের অংশে গ্রিলের মধ্যে একটি সিঙ্গল ক্রোম স্লেট সহ একটি নতুন চেহারা দেয়। একাধিক ভেরিয়েন্টে পাওয়া যায় Celerio। বেস ভেরিয়েন্টের দাম শুরু হয় 5.37 লক্ষ টাকা থেকে টপ ভেরিয়েন্টের দাম রয়েছে 7.14 লক্ষ টাকা৷

About Author