TRENDS
Advertisement

ভারতে বিরাট নজির গড়ল Kia, 10 লক্ষ গাড়ি বিক্রি হতেই নিয়ে এল বাম্পার ছাড়

এইমুহুর্তে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে গাড়ি শিল্প। করোনা অতিমারির প্রভাব কাটিয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে গাড়ি বিক্রির পরিমাণ। যারফলে বিভিন্ন গাড়ি কোম্পানিও বাজারে নতুন নতুন গাড়ি লঞ্চ করার জন্য…

Published By: Ritwik | Published On:

এইমুহুর্তে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে গাড়ি শিল্প। করোনা অতিমারির প্রভাব কাটিয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে গাড়ি বিক্রির পরিমাণ। যারফলে বিভিন্ন গাড়ি কোম্পানিও বাজারে নতুন নতুন গাড়ি লঞ্চ করার জন্য উঠেপড়ে লেগেছে। এবারে যেমন দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল কোম্পানি কিয়া (Kia)-র ভারতীয় শাখা এক বাম্পার অফার ঘোষণা করেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সূত্রের খবর, Kia India তার গাড়িগুলিতে বাম্পার ছাড় দিচ্ছে৷ যার মধ্যে রয়েছে নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস এবং অন্যান্য সুবিধা। তথ্য অনুযায়ী, কোম্পানি তার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল সেলটোসের কিছু ভেরিয়েন্টে এই ছাড় দিচ্ছে।

85 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার : সূত্রের খবর, কোম্পানি 85 হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে এবং এটি 31 জুলাই পর্যন্ত প্রযোজ্য। জানিয়ে রাখি কিয়া তার নতুন আপডেটেড মডেল সেলটোস-র বুকিং শুরু করেছে 14 জুলাই থেকে। আপনি মাত্র 25 হাজার টাকা দিয়ে এটি বুক করতে পারেন।

গাড়িটির নতুন সংস্করণে 1.5 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে। তার সাথে পেয়ে যাবেন ফ্রন্ট ভেন্টিলেটেড সিট, কানেক্টেড টেলিম্যাটিক্স, টায়ার মনিটরিং প্রেশার সিস্টেম, হেড আপ ডিসপ্লে অ্যান্ড প্রিমিয়াম বোস সাউন্ড সিস্টেম। পাশাপাশি নিরাপত্তার জন্য রয়েছে 6 টি এয়ারব্যাগ, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, 360-ডিগ্রি ক্যামেরা এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS)।

ভারতে বিরাট নজির গড়ল Kia, 10 লক্ষ গাড়ি বিক্রি হতেই নিয়ে এল বাম্পার ছাড়

এতে আপনি অ্যালয় হুইলসহ টিউবলেস টায়ার-ও পাবেন। জানিয়ে রাখি এটি একটি লং রুটের গাড়ি। 2019-এর আগস্টে Seltos লঞ্চের মাধ্যমে ভারতে পা রেখেছিল কিয়া। 46 মাসে প্রায় 5 লাখেরও বেশি মডেল বিক্রি করেছে কোম্পানিটি। তারপর 2022-এ ২০২২-এ বাজারে আসে Kia Carens ও EV6। এবং 2020 তে লঞ্চ হয়েছিল Carnival ও Sonet। জানা যায় অন্ধ্রপ্রদেশে কিয়ার অনন্তপুরের কারখানায় 10 লক্ষ গাড়ি তৈরি হয়েছে।

About Author