TRENDS
Advertisement

বাজেট 10 লাখ কিন্তু বুঝতে পারছেন না কোন গাড়ি নেবেন? এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান

10 লাখের বাজেটে গাড়ি কিনতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না নেবেন কোনটা? আসুন তাহলে দেখে নিন সেরা পাঁচ 10 লাখি গাড়ি কোনগুলো। 1) Kia Sonet facelift 2024 সালের শুরুর দিকে…

Published By: Ritwik | Published On:

10 লাখের বাজেটে গাড়ি কিনতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না নেবেন কোনটা? আসুন তাহলে দেখে নিন সেরা পাঁচ 10 লাখি গাড়ি কোনগুলো।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Kia Sonet facelift বাজেট 10 লাখ কিন্তু বুঝতে পারছেন না কোন গাড়ি নেবেন? এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান
2024 সালের শুরুর দিকে একগুচ্ছ সংশোধনের পর লঞ্চ হবে নতুন Kia Sonet ফেসলিফ্ট। গাড়ির অন্দরসজ্জায় যেমন পরিবর্তন আসবে তেমনই বদলাবে বাইরের ডিজাইনও। ইঞ্জিনে অবশ্য সেরকম কিছু পরিবর্তন দেখা যাবেনা। নতুন ভার্সনে যুক্ত হচ্ছে LED DRL, ফগ ল্যাম্প। আগের মতই 1.2L, 1.5L ইঞ্জিনের সাথে লঞ্চ হচ্ছে Sonet। নতুন ভার্সনে 360° ক্যামেরা এবং পার্কিং সেন্সর সহ উন্নত মাধ্যমের ADAS ফিচারস থাকছে Sonet Facelift এ।

2) New Gen Maruti Suzuki Swift বাজেট 10 লাখ কিন্তু বুঝতে পারছেন না কোন গাড়ি নেবেন? এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান
মারুতি সুজুকি এর দুর্দান্ত হ্যাচব্যাক গাড়ি সুইফট। ভারতের বাজারে বিগত বহু সময় ধরে বেস্ট সেলার গাড়িটি। মাত্র 6 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে গাড়িটির মাইলেজ 22.56 kmpl। আগামি বছরই Swift এর নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে Maruti Suzuki, সেক্ষেত্রে পুরানো ভার্সনের দাম আরো খানিকটা কমতে চলেছে। নয়া গাড়িতে 1.2L হাইব্রিড ইঞ্জিন থাকবে।

3) Maruti Suzuki Dzire বাজেট 10 লাখ কিন্তু বুঝতে পারছেন না কোন গাড়ি নেবেন? এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান
Swift বাজারে আসার পরই আসবে Dzire। এটিও কোম্পানির চতুর্থ প্রজন্মের গাড়ি হতে চলেছে। 2024 এর মার্চ মাসের দিকে গাড়িটি লঞ্চ হবে। সেখানে CNG ছাড়াও শক্তিশালী 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন থাকবে। এটি 5 স্পিড গিয়ারবক্স সহ Dzire মাইল্ড হাইব্রিড অপশনও পাওয়া যাবে।

4) Tata Altroz Facelift

tata altroz
tata altroz

টাটা মোটরসের Altroz Facelift হবে সম্পূর্ণ নতুন প্রজন্মের গাড়ি। এর ফ্রন্ট লুক খুব ফিউচারিস্টিক করা হয়েছে। নতুন গাড়িটি পুরানোর তুলনায় বড় 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পাবে। এছাড়া সেখানে 7 ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকতে চলেছে। Altroz Facelift এর ইন্টেরিয়র আগের চেয়ে অনেক বেশি ক্ল্যাসিকাল করে তোলা হয়েছে। ডুয়াল টোন অপশন সহ গাড়ির বাইরের লুক বেশ দারুণ হবে। উল্লেখ্য যে, Altroz এর পাওয়ার ট্রেনে কোনো পরিবর্তন করা হচ্ছে না।

5) Nissan Magnite facelift বাজেট 10 লাখ কিন্তু বুঝতে পারছেন না কোন গাড়ি নেবেন? এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান
বাজারে যে Nissan Magnite রয়েছে তার নতুন Facelift ভার্সন আসছে শীঘ্রই। সাব-ফোর-মিটার SUV সেগমেন্টে আসা Magnite বর্তমানে Nissan এর একমাত্র পণ্য। গাড়িটির বিক্রি বাড়াতে সেখানে Cosmetic change সহ ইন্টারনাল লুকে পরিবর্তন থাকছে। যদিও সেখানে যান্ত্রিক পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের মতই 1.0L থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন শক্তি জোগাবে Magnite Facelift কে।

About Author