TRENDS
Advertisement

উৎসবের মরশুমে নামমাত্র খরচে ঘরে আনুন এই দুর্দান্ত গাড়ি! EMI দিন মাত্র ২৯৫ টাকা

দীপাবলির আগেই ঘরে আনুন মারুতি সুজুকি সুইফট। ভারতের সর্বোচ্চ বিক্রি হওয়া গাড়ির মধ্যে এটি একটি।

Published By: Ritwik | Published On:

হাতে মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হতে চলেছে দীপাবলি। এই একটা উৎসব, যেখানে গোটা দেশ মেতে ওঠে। তো এই উৎসবের মুহূর্তে আপনিও কি নিজস্ব গাড়ির কথা ভাবছেন? তাহলে আজ আমরা এমন এক গাড়ির কথা বলব যা মধ্যবিত্তর কাছে মার্সিডিজের চেয়ে কম নয়। এমনকি আমাদের দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে এটি একটি। উৎসবের মরশুমে নামমাত্র খরচে ঘরে আনুন এই দুর্দান্ত গাড়ি! EMI দিন মাত্র ২৯৫ টাকা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

তবে সবচেয়ে অবাক করা বিষয় হল এই যে, দৈনিক মাত্র ২৯৫ টাকার কিস্তিতেই আপনি এই গাড়িকে নিজের নামে করিয়ে নিতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েক বছরে বাজারে SUV-র রমরমা যত বৃদ্ধি পেয়েছে ততই কমেছে হ্যাচব্যাকের জনপ্রিয়তা। তবে আমরা আপনাদের যে হ্যাচব্যাকের কথা বলব এটি তার সেগমেন্টে সর্বোচ্চ মাইলেজের গাড়ি। যে কারণে এই গাড়ির চাহিদা আজও একই রয়ে গেছে।

এমনিতে বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করলে সকলেই পরামর্শ দেবে যে, একটা কম্প্যাক্ট SUV কেনা উচিত। উদাহরণস্বরূপ টাটা নেক্সন বা মারুতি সুজুকি। তবে এই মূল্যবৃদ্ধির দিনে পকেটের খেয়াল রাখাটা আপনার নিজের কর্তব্য। তাই আমরা আপনাকে বলব, কম খরচায় দূর্দান্ত পারফরম্যান্স পাওয়ার জন্য আপনি কিনতে পারেন মারুতি সুজুকি সুইফট। এটি ভারতীয় বাজারে বেস্ট সেলার গাড়ি।

উৎসবের মরশুমে নামমাত্র খরচে ঘরে আনুন এই দুর্দান্ত গাড়ি! EMI দিন মাত্র ২৯৫ টাকা

এই গাড়িতে আপনি পেয়ে যাবেন ১২০০ সিসি চার সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। মাইলেজের কথা বললে, এটি লিটারে প্রায় ২২.৫ কিমি মাইলেজ দেয়‌। পেট্রোল খরচের কথা বললে, ১০০ টাকা লিটার হিসেবে মারুতি সুজুকি সুইফটের র প্রতি কিলোমিটারে খরচ মাত্র ৪.৪৪ টাকা। অন্যদিকে টাটা নেক্সনের কথা বললে, এই গাড়িটি প্রতি লিটারে ১৭ কিমি মাইলেজ দেয়‌। সেই হিসেবে ১০০ টাকা লিটার ধরলে টাটা নেক্সনের প্রতি কিলোমিটারে পেট্রল খরচ প্রায় ৫.৮৮ টাকা। এবার আপনিই হিসেব করে দেখুন, মারুতি সুজুকি সুইফট আপনার কত টাকা বাঁচাতে পারে!

About Author