Read In
Whatsapp
Car News

দুরন্ত মাইলেজ, নতুন ফিচারস এবং ডিজাইন নিয়ে লঞ্চ হচ্ছে Bolero Neo, দাম কত?

মাহিন্দ্রা যেসমস্ত সেগমেন্টে উপস্থিত রয়েছে সেখানেই লিডার হয়ে ওঠেছে। ইউটিলিটি গাড়ির বাজারেও সর্বাধিক বিক্রীত গাড়ির শীর্ষে রয়েছে Bolero। সেগমেন্টে প্রতিযোগিতা আরো বাড়াতে এবার Tier-2 শহরকে লক্ষ্য রেখে মাহিন্দ্রা লঞ্চ নিয়ে এসেছে তাদের নতুন Bolero Neo। TUV300 Plus এর ফেসলিফটেড সংস্করণ হতে চলেছে নতুন গাড়িটি।

7 এবং 9 সিটার, এই দুই ভার্সনে উপলব্ধ গাড়িটি। শক্তিশালী ইঞ্জিন, ভালো মাইলেজ এবং চমৎকার বৈশিষ্ট্য সহ এটি বাজারের অন্যান্য গাড়ির থেকে উন্নত বলে মনে করা হয়। Mahindra Bolero Neo SUV ভারতীয় বাজারে দারুণ জনপ্রিয়তা অর্জন করছে। কম বাজেটের পরিসরের মধ্যে Scorpio কেই বড় মোকাবিলা দিচ্ছে গাড়িটি।

Mahindra Bolero Neo SUV গাড়িটি Bolero সিরিজের একটি আপডেটেড সংস্করণ। আর এই গাড়িকে শক্তি যোগাচ্ছে একটি 1.5-লিটার থ্রি-সিলিন্ডার mHawk 75 ডিজেল ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ 75 HP শক্তি এবং 210 নিউটন মিটারের টর্ক উৎপন্ন করতে পারে। 5-গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে এই ইঞ্জিন। এই শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে, Mahindra Bolero Neo SUV টি 27 কিলোমিটার পর্যন্ত মাইলেজ অর্জন করতে পারে।

ভারতের বাজারে Mahindra Bolero Neo SUV-এর প্রারম্ভিক দাম শুরু হচ্ছে 10.69 লক্ষ টাকা থেকে। বাজারের অন্যান্য গাড়ির তুলনায় এটিকে প্রতিযোগিতামূলক বিকল্প করে তোলে। আধুনিক বৈশিষ্ট্য যেমন USB কানেক্টিভিটি, ব্লুটুথ মিউজিক সিস্টেম, ম্যানুয়াল এয়ার কন্ডিশনার, কি-লেস এন্ট্রি, EBD সহ ABS, পাওয়ার স্টিয়ারিং এবং সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যায়।

Back to top button