TRENDS
Advertisement

এই গাড়ি নিয়ে তৈরি হয়েছে হলিউডের সিনেমা, তুমুল ক্রেজ ভারতেও! ফিচার্স দেখেই দিলখুশ হয়ে যাবে

ভারতের বাজারে গাড়িটি BMW সিরিজ 3 এর সাথে বড় প্রতিযোগিতায় রয়েছে, দাম ও ফিচার্স দেখে নিন

Published By: Ritwik | Published On:

বিলাসবহুল গাড়ির তালিকায় যে কয়টি গাড়ির নাম আসে তার মধ্যে অডি অন্যতম। সারাবিশ্বেই বেশ বাজার তৈরি করেছে এই জার্মান সংস্থাটি। মজবুত বিল্ড কোয়ালিটি এবং উন্নত পারফরম্যান্স, এই দুই অস্ত্র অডির। কোম্পানির লম্বা পোর্টফোলিও রয়েছে ভারতের বাজারেও। প্রিমিয়াম সেডান সেগমেন্টে বড় বাজার রয়েছে তাদের। হলিউড থেকে বলিউড, বিভিন্ন সিনেমাতে ব্যপক ব্যবহার হয়েছে অডির গাড়িগুলো। এই গাড়ি নিয়ে তৈরি হয়েছে হলিউডের সিনেমা, তুমুল ক্রেজ ভারতেও! ফিচার্স দেখেই দিলখুশ হয়ে যাবে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

অডি গাড়িটি দামের সাথে সাথে যে গুণমান অফার করে তা খুব কম বিলাসবহুল গাড়িতেই দেখা যায়। আর এজন্য অনেকেই অডি গাড়িগুলোকে বিলাসবহুল গাড়ির ‘মারুতি’ বলে ডাকতে পছন্দ করেন। অডির একটি দুর্দান্ত গাড়ি A4। সেডান ক্যাটেগরিতে আসে গাড়িটি। গত 2022 সালে সেটির ফেসলিফট ভার্সন লঞ্চ করে Audi Motors।এই গাড়ি নিয়ে তৈরি হয়েছে হলিউডের সিনেমা, তুমুল ক্রেজ ভারতেও! ফিচার্স দেখেই দিলখুশ হয়ে যাবে

নতুন ভার্সনে Audi A4 এর ইঞ্জিনেও পরিবর্তন আসে। সেখানে 2.0-লিটার TFSI টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন চালু করা হয়েছে। গাড়িটি মোট 187bhp শক্তি উৎপন্ন করে। আর গাড়ির সর্বোচ্চ টর্ক রয়েছে 320 Nm। ইঞ্জিনের সাথে যুক্ত রয়েছে 7 গতির ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন। ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল সহ গাড়িতে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। গাড়িতে আবার B&O এর নতুন সাউন্ড সিস্টেম আপডেট করেছে কোম্পানি।এই গাড়ি নিয়ে তৈরি হয়েছে হলিউডের সিনেমা, তুমুল ক্রেজ ভারতেও! ফিচার্স দেখেই দিলখুশ হয়ে যাবে

Audi A4 গাড়িতে 8 ওয়ে অ্যাডজাস্টেবল ড্রাইভার সিটও গাড়ির বৈশিষ্ট্যগুলিতে রয়েছে। সাথে নিরাপত্তার জন্য সেখানে রয়েছে 6টি এয়ারব্যাগ, রিয়ার পার্কিং ক্যামেরা, রিয়ার পার্কিং সেন্সর, 360 ডিগ্রি ক্যামেরা, ABS, EBD, ট্র্যাকশন কন্ট্রোল, স্পিড সেন্সিং লক, চাইল্ড লক, আইসোফিক্স চাইল্ড সিট, হিল হোল্ড ইত্যাদির মতো বৈশিষ্ট্য। ভারতের বাজারে গাড়িটি BMW সিরিজ 3 এর সাথে বড় প্রতিযোগিতায় রয়েছে।এই গাড়ি নিয়ে তৈরি হয়েছে হলিউডের সিনেমা, তুমুল ক্রেজ ভারতেও! ফিচার্স দেখেই দিলখুশ হয়ে যাবে

যদিও অডি গাড়িটির দাম BMW এর থেকে এটিকে এগিয়ে রাখবে। মার্সিডিজ কম্প্রেসারও দারুণ প্রতিযোগিতা দেয় বটে, কিন্তু দামের কারণে এগিয়ে আছে অডি A4। নজরকাড়া ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন আর ব্যাপক বিলাসবহুল গাড়িটির প্রারম্ভিক মূল্য 43.12 লক্ষ টাকা (Ex-Showroom)। A4 এর টপ স্পেক গাড়িটির বাজারমূল্য রয়েছে 50.99 লক্ষ টাকা (Ex-Showroom)।

About Author