Read In
Whatsapp
Car News

নতুন বছরে গাড়ি কেনার কথা ভাবলে দেখে নিন এই পাঁচটি গাড়ি, দাম 10 লাখের নীচে কিন্তু ফিচারস আকর্ষণীয়

আর মাত্র কটা দিন, তারপরই শুরু হয়ে যাবে নতুন বছর। 2024 সালের শুরুতেই যদি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে আপনাদের জন্য নিয়ে এসেছি এক সুবর্ন সুযোগ। একগুচ্ছ গাড়ি রয়েছে যা দারুণ মাইলেজ এবং বেশ আরামদায়ক ফিচারস দেয়। 10 লাখের বাজেটে নিত্য ব্যবহারের জন্য নিচের গাড়িগুলোই সেরা।

Maruti Suzuki Alto K10
কম দামী গাড়ির কথা হচ্ছে আর মারুতি সুজুকি থাকবেনা তা হয় নাকি! Maruti Suzuki এর সবচেয়ে সস্তার গাড়ি Alto K10। মাত্র 4 লক্ষ টাকা থেকে দাম শুরু হয় এবং গাড়িটির মাইলেজও দারুণ। 24.90 kmpl মাইলেজ রয়েছে Alto K10 এ।

Maruti Suzuki WagonR
বেস্ট মাইলেজ গাড়ির দৌড়ে রয়েছে আরেকটি Maruti Suzuki গাড়ি। পারিবারিক গাড়ি হিসেবে আদর্শ WagonR এর দাম শুরু হচ্ছে 5.54 লক্ষ টাকা থেকে। 24.35 কিমি মাইলেজ সহ একগুচ্ছ নতুন ফিচারস পাওয়া যায় এই গাড়িতে।

Maruti Suzuki Swift
মারুতি সুজুকি এর দুর্দান্ত হ্যাচব্যাক গাড়ি সুইফট। ভারতের বাজারে বিগত বহু সময় ধরে বেস্ট সেলার গাড়িটি। মাত্র 6 লক্ষ টাকা এক্স শোরুম দামের সাথে গাড়িটির মাইলেজ 22.56 kmpl। আগামি বছরই Swift এর নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে Maruti Suzuki, সেক্ষেত্রে পুরানো ভার্সনের দাম আরো খানিকটা কমতে চলেছে।

Toyota Glanza
Toyota এর নতুন কম্প্যাক্ট ডিজাইন এবং অল-রাউন্ডার গাড়ি Glanza। দারুণ বিল্ড কোয়ালিটির সাথে মাত্র 6.81 লক্ষ টাকা থেকেই পাওয়া যাচ্ছে গাড়িটি। 22.35 kmpl মাইলেজ সমেত টয়োটা গ্লাঞ্জা দারুণ অপশন হতে পারে।

Hyundai Grand i10 Nios
Hyundai এর Grand i10 Nios দারুণ একটি অপশন। নিত্য যাতায়াতের জন্য দুর্দান্ত হতে পারে এই হ্যাচব্যাকটি। 6.73 লাখ দামের সাথে 20.7 kmpl মাইলেজ দেয় Grand i10 Nios।

Back to top button