জ্বালানির দাম বাড়ার কারণে অনেকে আশ্রয় নিচ্ছেন বৈদ্যুতিক দুই চাকা বা চার চাকার ওপর। কিন্তু সেখানেও সমস্যার শেষ নেই, কারণ EV এর মাইলেজ অনেকটাই কম এক্ষেত্রে সেরা হতে পারে CNG চালিত গাড়ি গুলো। আজ আমরা আপনাদের জন্য সেরা কয়েকটি 10 লাখের গাড়ি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই তালিকা।
Tata Punch
Punch গাড়িতে রয়েছে একটি 1.2 লিটারের ইঞ্জিন। এই গাড়িটি CNG তে 26.99 kmpl এর মাইলেজ দেয়। তবে শুধু মাইলেজই নয়, একইসাথে NCAP ক্র্যাশ টেস্টেও দারুণ ফলাফল করেছে Punch। 5 Star সুরক্ষা সহ গাড়িটির এক্স শোরুম দাম 7.09 লক্ষ টাকা।
Maruti Suzuki Dzire
Dzire গাড়িটির VXI CNG ইঞ্জিনের সাথে আসে। এই গাড়িটির এক্স শোরুম দাম 8.39 লক্ষ টাকা। 1197 সিসির শক্তিশালী ইঞ্জিন শক্তি দিচ্ছে Dzire কে। উল্লেখ্য যে, CNG তে 31.12 km/kg মাইলেজ পাওয়া যায় Dzire এ। Dzire এর ZXI মডেলের এক্স শোরুম দাম 9.07 লক্ষ টাকা।
Hyundai Aura
Hyundai এর Aura আরো একটি সেরা গাড়ি এই বাজেটে। Aura এর বেস মডেলের দাম শুরু হচ্ছে 8.23 লক্ষ টাকা থেকে। এখানেও একই 1197 সিসির ইঞ্জিন রয়েছে। সিএনজি ভার্সনে গাড়িটি 28 km/kg মাইলেজ দেয়।
Toyota Glanza
Toyota এর সেরা গাড়ি Glanza। কি নেই এখানে, 360 ডিগ্রি ক্যামেরা, জলবায়ু নিয়ন্ত্রণ, এলইডি হেডলাইট এবং টেললাইটের মতো স্মার্ট বিলাসবহুল ফিচারস সহ 16 ইঞ্চির অ্যালয় হুইল সবই উপস্থিত সেখানে। CNG ভার্সনে Glanza এর দাম শুরু হচ্ছে 8.60 লাখ থেকে। এখানে মোট 30.61 কিমির মাইলেজ রয়েছে।