TRENDS
Advertisement

কোটি টাকার বিলাসবহুল গাড়ি নয়, Alto চড়েই যাতায়াত করেন সারা আলি খান! দেখুন অভিনেত্রীর গাড়ির কালেকশন

পতৌদি খানদানের রাজকুমারী সারা আলি খান মারুতি অল্টো চড়ছেন! প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।

Published By: Ritwik | Published On:

বলিউড সেলেবদের গাড়ির কালেকশনের কথা বললেই মাথায় আসে Rolls Royce থেকে শুরু করে Mercedes, BMW বা Audi এর মত দামি দামি সব গাড়ির কথা। তবে একজন এমনও অভিনেত্রী আছেন যিনি এসবের ধার ধারেননা। কোটি টাকা আয় করলেও তার গ্যারাজে রয়েছে মারুতি অল্টো 800, হন্ডা সিআরভি এবং জিপ কম্পাসের মত অতি সাধারণ সব গাড়ি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আন্দাজ করতে পারেন কে সেই অভিনেত্রী? তিনি নিজেকে মিতব্যয়ী বললেও বলি পাড়ায় কিপটে বলে তার বিশেষ বদনাম রয়েছে। একবার তো এয়ারপোর্ট থেকে বালিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল তার নামে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি হলেন পতৌদি পরিবারের রাজকুমারী সারা আলি খান।

বলিপাড়ার অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে সারা একজন। সারা দেশজুড়ে অগণিত ভক্ত রয়েছে তার। তবে তিনি কিন্তু ডাউন টু আর্থ থাকতেই বেশি পছন্দ করেন। তার গাড়ির কালেকশনে রয়েছে Alto K10-এর মতো সাশ্রয়ী হ্যাচব্যাক। তিনি প্রায়শই এই গাড়িতে চড়ে যাতায়াত করে থাকেন। তবে দামি গাড়ি যে অভিনেত্রীর সংগ্রহে একেবারেই নেই তেমনটাও নয় কিন্তু। অল্টোর পাশাপাশি সারার গ্যারাজে রয়েছে Mercedes-Benz G350।

কোটি টাকার বিলাসবহুল গাড়ি নয়, Alto চড়েই যাতায়াত করেন সারা আলি খান! দেখুন অভিনেত্রীর গাড়ির কালেকশন

 

এই গাড়িটি সাধারণত জি ওয়াগন রূপে পরিচিত। যার দাম প্রায় 3.07 কোটি টাকা থেকে 4.73 কোটি টাকা (অন-রোড, মুম্বাই)। এই গাড়িটি মাত্র 4 সেকেন্ডের মধ্যে 0 থেকে 100kmph স্পীড তুলতে সক্ষম। এটা ছাড়াও সারার কাছে রয়েছে Honda CR-V। এই গাড়িটির মূল্য প্রায় 40 লক্ষ টাকা (অন রোড, মুম্বাই)। এটি মূলত একটি ডিজেল ইঞ্জিনের সাথে আসে যা 120bhp এবং 300Nm টর্ক উৎপন্ন করে।

কোটি টাকার বিলাসবহুল গাড়ি নয়, Alto চড়েই যাতায়াত করেন সারা আলি খান! দেখুন অভিনেত্রীর গাড়ির কালেকশন

তালিকার শেষ গাড়িটি হল জিপ কম্পাস। প্রতিবেদন অনুসারে, গাড়িটি তার মায়ের নামে নিবন্ধিত। তবে সারা আলি খানকে প্রায়শই এটি ব্যবহার করতে দেখা যায়। বর্তমানে এই গাড়িটির বাজার দর প্রায় 25.08 লক্ষ টাকা থেকে শুরু হয় এবং 39.12 লক্ষ টাকা পর্যন্ত যায় (অন-রোড, মুম্বাই)৷ কম্পাস এখন শুধুমাত্র 2.0-লিটার ডিজেল ইঞ্জিনের সাথে আসে।

About Author