Read In
Whatsapp
Car News

মার্কেট হারালো মারুতি সুজুকি! সেগমেন্টের রাজা হয়ে উঠল এক জাপানি কোম্পানি!

Toyota ভারতে নিজেদের স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। সম্প্রতি Maruti Suzuki এর সাথেও হাত মেলায় তারা। আগে প্রিমিয়াম এবং মিড সেগমেন্টে গাড়ি আনলেও এবার বাজেট থেকে বাজেট মিড সেগমেন্টে একাধিক গাড়ি লঞ্চ করেছে। আর তার ফলাফল এবার হাতেনাতে। কারণ সেপ্টেম্বর মাসে রেকর্ড পরিমাণে এগিয়েছে তাদের বিক্রি।

পরিসংখ্যান জানাচ্ছে Toyota Kirloskar Motor গত সেপ্টেম্বরে 22,168 ইউনিট গাড়ি বিক্রী করে একটি রেকর্ড কায়েম করেছে। 2023 এর সেপ্টেম্বরে মোট 1,422 ইউনিট গাড়ি রপ্তানির সাথে, মোট 23,590 ইউনিট গাড়ি বিক্রী করে। আর এই পরিসংখ্যান জানাচ্ছে যে, বার্ষিক 53% এর বেশি বিক্রী বেড়েছে কোম্পানির।

উল্লেখ্য যে, আগের বছর এসময় মাত্র 15,378 ইউনিট গাড়িই বিক্রি করতে পেরেছে টয়োটা। কিন্তু এবছর গ্লানজা, রুমিওন, আরবান ক্রুজার দিয়ে মার্কেটে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে জাপানি অটোমোবাইল জায়ান্ট। সেপ্টেম্বর মাসের আগে আগস্টেও 22,901 টি গাড়ি বিক্রি করেছে তারা। চলতি অর্থবছরে এখনো অবধি মোট 1,23,939 টি গাড়ি বিক্রি করে রেকর্ড কায়েম করেছে Toyota।

প্রসঙ্গত উল্লেখ্য, গত অর্থবর্ষে এই সময় মাত্র 91,843 ইউনিট গাড়িই বিক্রি করতে পেরেছিল তারা। কিন্তু এবছর সেই বিক্রি বেড়েছে 35%। 2024 অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে Toyota ভারত জুড়ে 577 থেকে বাড়িয়ে 612-টি টাচপয়েন্টও খুলেছে। সব মিলিয়ে Toyota আপাতত বেশ বড় হয়ে ওঠেছে ভারতের বাজারে।

Back to top button