2023 সালের প্রায় অন্তিমলগ্ন চলছে এই মুহূর্তে। আর তাই বছর শেষ হওয়ায় আগে একগুচ্ছ ডিসকাউন্ট অফার দিচ্ছে গাড়ি প্রস্তুতকারী বিভিন্ন কোম্পানি। নিজেদের পুরোনো স্টক ক্লিয়ার করার জন্য বেশ কিছু অফারের সুবিধা পেতে পারেন গ্রাহকরা। অন্যান্য কোম্পানির মতো Hyundai বেশ কিছু অফারের ঘোষণা করেছে। আর এই অফারের অধীনে 3 লক্ষ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন আপনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমন ডিসকাউন্ট রয়েছে Hyundai এর গাড়ির ওপর।
একদম কম বাজেটের ক্ষেত্রে এন্ট্রি-লেভেল হ্যাচব্যাক গ্র্যান্ড i10 Nios 48,000 টাকা পর্যন্ত আকর্ষনীয় ডিসকাউন্ট স্কিমের সাথে উপলব্ধ৷ যার মধ্যে রয়েছে 35,000 টাকা পর্যন্ত নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস 10,000 টাকার এবং 3,000 এর কর্পোরেট ডিসকাউন্ট। অন্যদিকে, Aura সিএনজি ট্রিমের জন্য ছাড় পায় 33,000 টাকা। সিএনজি বাদে বাকি সমস্ত ট্রিমের জন্য ছাড়ের অংক 23,000 টাকা।
i20 এবং i20 N-লাইন কিনলে, আপনি 50,000 টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন৷ i20-এর পুরানো প্রি-ফেসলিফ্ট DCT ভেরিয়েন্টগুলি 40,000 টাকা পর্যন্ত ছাড়ের সাথে উপলব্ধ৷ Sportz MT ট্রিমে 35 হাজারের ছাড় সহ বাকি সমস্ত ভেরিয়েন্টে 20 হাজার টাকার ছাড় পাওয়া যায়।
প্রি-ফেসলিফ্ট i20 N-Line সর্বোচ্চ 50 হাজার টাকা নগদ ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। অন্যদিকে সর্বনতুন i20 ফেসলিফ্টটি 20,000 টাকার সুবিধা সহ আসে, যেখানে 10,000 টাকার নগদ ছাড় পাওয়া যাচ্ছে। যদি লেটেস্ট Hyundai Verna গাড়িটিতে 45,000 টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা থাকছে।
এছাড়া Alcazar এর পেট্রোল ভেরিয়েন্টে 35,000 ছাড় পাওয়া যাচ্ছে। কিন্তু ডিজেল লাইন আপ মাত্র 20,000 এক্সচেঞ্জ বোনাসের সুবিধার সাথে আসে। প্রিমিয়াম SUV Tucson এর ডিজেল ভেরিয়েন্টে 1.5 লক্ষ টাকা পর্যন্ত নগদ ছাড় রয়েছে৷ সবচেয়ে বেশি ছাড় রয়েছে Hyundai Kona EV তে, সেখানে 3 লক্ষ টাকার ছাড়ের ঘোষণা করেছে Hyundai।