উৎসবের মরশুম আসবে আর সেখানে ছাড় থাকবেনা বা বড় অফার থাকবেনা এ হয় নাকি! দীপাবলি এবং ধনতেরাস উপলক্ষ্যে গাড়ি নির্মাতা বিভিন্ন কোম্পানি বেশ একগুচ্ছ অফার নিয়ে এসেছে। 3.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে সেখানে। আজকে আমরা SUV সেগমেন্টে সেরা কয়েকটি অফার সম্পর্কে জানাবো আপনাদের।
1. Mahindra XUV300, XUV 400 EV, Bolero এবং Bolero Neo
Mahindra সাধারণত সেরকম কিছু অফার দেয়না। বেস্ট সেলিং কিছু গাড়িতে কোনো ছাড়ই দেয়নি মাহিন্দ্রা। কিন্তু XUV 400 EV গাড়িতে 3.5 লাখের মোটা ডিসকাউন্ট রয়েছে। XUV 300 এর বিভিন্ন ভার্সনে মোট 1.2 লাখ পর্যন্ত ছাড় রয়েছে। সেইসাথে Bolero এবং Bolero Neo তে 70 হাজার এবং 50 হাজারের মস্ত ডিসকাউন্ট অফার দিয়েছে কোম্পানি।
2. Maruti Suzuki Jimny
4X4 SUV স্পেসে নতুন Jimny তে 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এন্ট্রি-লেভেল জেটা ভেরিয়েন্টটি 50,000 নগদ ছাড় সহ 50,000 এর এক্সচেঞ্জ বোনাসের সাথে উপলব্ধ।
3. Jeep Compass and Meridian
কম্পাসের দাম বেশি হওয়ার কারণে দেশের বাজারে তেমন জনপ্রিয় নয় Jeep এর গাড়িগুলো। তবে Jeep Meridian নিজের সেগমেন্টের সেরা গাড়ি, এটি Toyota Fortuner কে বড় টক্কর দেয়। উৎসবের মরশুমে এই দুই গাড়িতে অফার দিয়েছে Jeep। কম্পাসের 4WD ভেরিয়েন্টের জন্য 1.45 লাখ টাকার ছাড় এবং মেরিডিয়ানের বিভিন্ন ভেরিয়েন্টে 1 থেকে 1.3 লক্ষ টাকার ছাড় দিয়েছে কোম্পানি।
4. Citröen C5 Aircross:
Citroen C5 Aircross 2021 সালে লঞ্চ হয় এবং 2022 সালে গাড়িটির একটি ফেসলিফ্ট ভার্সন আসে বাজারে। ফ্ল্যাগশিপ SUV টির দাম শুরু হয় 37.67 লক্ষ টাকা থেকে। উৎসবের মরশুমে এই গাড়িতে 2 লাখ টাকার ছাড় রয়েছে।
5. Skoda Kushaq and Volkswagen Taigun
দুই গাড়ি প্রায় একই স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হয়েছে। বাজারে বেশ জনপ্রিয় এই দুই গাড়ি। Skoda Kushaq গাড়িতে 1.5 লক্ষ টাকার ছাড় রয়েছে। অন্যদিকে Volkswagen Taigun এ সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।