TRENDS
Advertisement

সাধ্যের মধ্যেই স্বপ্নপূরন, খরচ হবে Nano-র চেয়েও কম কিন্তু মাইলেজ পাবেন Alto-র সমান

নতুন MG Comet গাড়ির ফিচারস অতুলনীয়, সস্তায় দূর্দান্ত অপশন হয়ে ওঠেছে এই গাড়ি

Published By: Ritwik | Published On:

দেশের অন্দরে ইলেকট্রিক গাড়ির বাজার ধীরে ধীরে আরো বিস্ফারিত হচ্ছে। এখনো পর্যন্ত ভারতীয় বাজারের বৈদ্যূতিক গাড়ির বেশিরভাগ অংশ টাটা মোটরসের দখলে ছিল। এবার সেই মার্কেটের বড় অংশ নিজের হাতে নিয়ে আসতে সেখানে প্রবেশ করেছে MG Motors। বাজার ধরতে তারা নিয়ে এসেছে নতুন Comet EV। সাধ্যের মধ্যেই স্বপ্নপূরন, খরচ হবে Nano-র চেয়েও কম কিন্তু মাইলেজ পাবেন Alto-র সমান

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

MG মোটরসের নতুন MG Comet EV যেমন দামে সস্তা তেমনই এটি চালানোর মাসিক খরচও বেশ কম। আপনারা জানলে অবাক হবেন যে, মাত্র 500 টাকা মাসিক খরচেই গাড়িটি চালাতে পারবেন আপনি। ছোটখাটো আকার হলেও গাড়িটি বেশ সাশ্রয়ী।

বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে আর সেজন্যই MG Motors সম্প্রতি তাদের সবচেয়ে ছোট আকারের বৈদ্যুতিক গাড়ি, MG Comet EV লঞ্চ করেছে। সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়িটি তিন থেকে চার জন আরামে ঘুরতে পারেন। আর এই গাড়ির অন্যতম বৈশিষ্ট্য হল এটির কম চার্জিং খরচ।

সাধ্যের মধ্যেই স্বপ্নপূরন, খরচ হবে Nano-র চেয়েও কম কিন্তু মাইলেজ পাবেন Alto-র সমান

আপনাদের জানিয়ে দিই যে, প্রতি মাসে মাত্র 519 টাকায়, আপনি গাড়িটি সম্পূর্ণ চার্জ করতে পারবেন। এক্ষেত্রে মাসিক 1000 কিমি ছোটার ওপরে এই খরচ হোসেন করা হয়েছে। এই হিসেবে প্রতিদিন গাড়িটি 33 কিমি ছুটবে। যা কিনা প্রতিদিনের যাতায়াতের জন্য একদম আদর্শ।

About Author